সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে দু-দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

প্রতিনিধি: / ১৪৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া গ্রামে মাইকে ঘোষণা দিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম এবং পূর্ব পাড়ের বাসিন্দাদের মধ্যে রাত ১০টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। প্রথমে পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল রাত সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, রান্ধুনীমুড়া এলাকার ডিগ্রি কলেজ মাঠে ৩১ মার্চ সোমবার বিকালে সিগারেট খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এ বিষয়টি দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে জানাজানি হলে পরে তারা মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই দিন হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে যানজট নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর