সর্বশেষ :
ব্যাটে-বলে দেশিদের রাজত্ব, বিপিএলের দ্বাদশ আসরে উজ্জ্বল স্থানীয় ক্রিকেটাররা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলো আইসিসি রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ মির্জগঞ্জে সমবায় মাধ্যমিক বিদ্যালয় ৩ দিনব্যাপী বার্ষিক ক্রিড়ার উদ্বোধন  পিরোজপুর-১ আসনে ধানরে শীষরে র্প্রাথীর সঙ্গে বীর মুক্তেিযাদ্ধাদরে মতবনিমিয় সভা নিউজিল্যান্ডে ভূমিধসে নিখোঁজদের খোঁজে তল্লাশি স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে তেলের ডিপোতে আগুন ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড়ের শঙ্কা, ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কুতুবদিয়ায় পুলিশের বিশেষ অভিযান: প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার আসামি  গ্রেফতার

প্রতিনিধি: / ২৩২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

কুতুবদিয়া প্রতিনিধি,কক্সবাজার:  কক্সবাজারের কুতুবদিয়ায় মানসিক প্রতিবন্ধী এক কন্যাশিশু ধর্ষণ মামলার আসামি ইকবাল হোসেন প্রকাশ বাবুকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত সাড়ে  ১২টার দিকে  পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কুতুবদিয়া থানাধীন কালুয়ার ডেইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১১টায় কুতুবদিয়া থানার আলী আকবর ডেইল ইউনিয়নের মশরফ আলী সিকদার পাড়ায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ওই দিন আসামী ইকবাল হোসেন নিজের বসতবাড়ির একটি কক্ষে ১৬ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কাপিয়াকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর থেকেই ইকবাল পলাতক অবস্থায় ছিল এবং পুলিশের অভিযানে ধৃত হওয়ার আগ পর্যন্ত আত্মগোপনে থাকে।
কুতুবদিয়া থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কুতুবদিয়া থানায় একটি  মামলা (নং ১৬, তারিখ ১৮/১১/২০২৪) দায়ের করা হয়। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ধারা ৯(১) অনুযায়ী অভিযোগ করা হয়েছে।
ইকবাল হোসেন প্রকাশ বাবু স্থানীয় আলী আকবর ডেইল ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড মশরফ আলী সিকদার পাড়ার বাসিন্দা। তার পিতা আক্তার হোসেন প্রকাশ হরত আলী ও মাতা মৃত মাজেদা খাতুন।  স্থানীয় সূত্রে জানা যায়, আসামীর বিরুদ্ধে পূর্বেও সামাজিক অপরাধের অভিযোগ ছিল।
থানার ওসি মো. আরমান হোসেন জানান, “দীর্ঘদিনের তদন্ত ও নজরদারির পর আসামীকে আটক করা সম্ভব হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে।”
তিনি জানান, “শিশু ও নারী নির্যাতনের মামলায় আমাদের জিরো টলারেন্স নীতি। এই গ্রেফতারি সমাজে একটি স্পষ্ট বার্তা দেবে যে এমন অপরাধের কোনো ছাড় নেই।”


এই বিভাগের আরো খবর