মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শুষ্ক এবং ক্ষতিগ্রস্ত চুল ঝলমলে করবেন যেভাবে

প্রতিনিধি: / ১৭৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস সামনে। বিশেষ এই উৎসবের দিনে নিজেকে কীভাবে দেখতে চান, তা নিয়েই চলছে পরিকল্পনা। সব তো ঠিকই আছে বিপত্তি শুধু চুল নিয়ে। শীতের আবহাওয়ায় যত্নের অভাবে চুল এখন শুষ্ক এবং ক্ষতিগ্রস্ত? চিন্তার কিছুই নেই। জেনে নিন মাত্র এক দিনের যত্নেই চুলের হারানো সৌন্দর্য ফিরে পাওয়ার জাদু-

ডিমের প্যাক
একটি ডিমের সঙ্গে একটি পাকা কলা, আধা কাপ টক দই, দুই টেবিল চামচ মধু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার পুরো চুলে প্যাক মেখে আধা ঘণ্টা রেখে অ্যালোভেরা সমৃদ্ধ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। শুকানোর পর দেখুন সেই নিস্তেজ চুলগুলোই কেমন উড়ে যেতে চাইছে।

বেছে নিন প্রাকৃতিক উপাদান
চুলের যত্নে সবচেয়ে উপকারী হলো প্রাকৃতিক উপাদান। চুল ভালো রাখতে নারিকেল তেল তো কাজ করেই, সেইসঙ্গে যদি আরও কিছু ভেষজ উপাদান যোগ হয় তাহলে তো কথাই নেই! আমলকী, তুলসি, নিমপাতা, ত্রিফলা এসব উপাদান ব্যবহার করতে পারেন চুলের যত্নে। এসব প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ শ্যাম্পুও বেছে নিতে পারেন চুল পরিষ্কারের ক্ষেত্রে।


এই বিভাগের আরো খবর