সর্বশেষ :
সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাবেক বন কর্মকর্তার  ইন্তেকাল, জেলা বিএনপির শোক কাউখালী উত্তর নিলতী সমতট বিদ্যালয়ে শিক্ষক জাহানারা আক্তার ও কমিটির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাইকগাছার একমাত্র সরকারি পাঠাগারটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে  বাগেরহাটে পৌর যুবদলের মতবিনিময় সভা ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৪০-এ পা দিয়ে প্রথম গোল রোনালদোর, আল নাসরের জয়

প্রতিনিধি: / ১৮০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

স্পোর্টস: ক্রিস্টিয়ানো রোনালদো আবারও প্রমাণ করলেন, বয়স শুধুই একটি সংখ্যা। ৪০তম জন্মদিনের মাত্র দুই দিন পর সৌদি প্রো লিগে আল ফেইহার বিপক্ষে গোল করে আল নাসরের ৩-০ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পর্তুগিজ সুপারস্টার। এ ম্যাচে আলো ছড়িয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা জন ডুরানও, যিনি জোড়া গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। গত ৫ ফেব্রুয়ারি ৪০তম জন্মদিন পালন করেন রোনালদো। এরপর প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়ে তিনি আবারও প্রমাণ করেছেন, বয়স তার কাছে কোনো বাধা নয়। ম্যাচের ৭৪তম মিনিটে ডান প্রান্ত থেকে বউশালের ক্রসে নিখুঁত ফিনিশিং দেখান রোনালদো। এটি তার ক্যারিয়ারের ৯২৪তম গোল। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “একটি জয় এবং চল্লিশের পর প্রথম গোল।” অ্যাস্টন ভিলা থেকে জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়া কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরান অভিষেক ম্যাচেই জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের ২২ মিনিটে প্রথম গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে সাদিও মানের ক্রস থেকে আরও একটি গোল করে আল নাসরকে ২-০ এগিয়ে নেন ডুরান। তার এই দুটি গোলই রোনালদোর গোলের পথ প্রশস্ত করে। গত শুক্রবার আল আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে ২২ মিনিটে জন ডুরানের প্রথম গোলে এগিয়ে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটে ডুরান আবারও গোল করেন। এর মাত্র দুই মিনিট পর রোনালদো তার গোলটি যোগ করে আল নাসরের জয় পাকা করেন। এই জয়ের মাধ্যমে আল নাসর সৌদি প্রো লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। শীর্ষস্থানীয় আল ইত্তিহাদের থেকে এখনও ৮ পয়েন্ট পিছিয়ে আছে তারা। সমান ম্যাচে আল ইত্তিহাদের পয়েন্ট ৪৯। রোনালদোর গোল এবং জন ডুরানের অভিষেক ম্যাচের জোড়া গোল আল নাসরের জন্য একটি শক্তিশালী সংকেত। লিগ শিরোপার লড়াইয়ে তারা এখনও প্রতিদ্বন্দ্বী। রোনালদো তার অদম্য গতিতে ছুটে চলেছেন হাজার গোলের মাইলফলকের দিকে, যা তার ক্যারিয়ারকে আরও মহিমান্বিত করছে।


এই বিভাগের আরো খবর