সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এমবাপে-বেলিংহ্যাম ইনজুরিতে পড়লেন

প্রতিনিধি: / ২১৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

রিয়াল মাদ্রিদের ইইনজুরির সারি আরও লম্বাা হলো। চোটের কারণে স্প্যানিশ কোপা ডেল রে কোয়ার্টার ফাইনাল খেলতে পারবেন না কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম। লেগানেসের বিপক্ষে (অ্যাওয়ে) ম্যাচটি খেলবে রিয়াল। গত মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। চলতি মৌসুমের শুরু থেকেই চোটজর্জর রিয়াল স্কোয়াড। এমবাপে ও বেলিংহ্যামের আগে চোটে পড়েছিলেন মিডফিল্ডার এডুয়াার্ডো কামাভিঙ্গা, ডিফেন্ডার ডেভিড আলাবা ও অ্যান্টোনিও রুডিগার। এছাড়া লম্বা সময় ধরে ইনজুরিতে ভুগছেন ডিফেন্ডার ইদার মিলিটাও ও দানি কার্ভাহাল। গত মঙ্গলবার সাংবাদিকদের আনচেলত্তি বলেন, ‘আঘাত থেকে চোট লেগেছিল বেলিংহ্যামের। তাই সে খেলার জন্য বিবেচনায় থাকবে না। ভিনিসিয়ুস জুনিয়রকে অতিরিক্ত এক দিন বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সে আগামীকালের জন্য প্রস্তুত থাকবে।’ এমবাপেকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘এমবাপে আজ অনুশীলন করেছে। তার কাফ ইনজুরি আছে। সে আজ স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে। তবে আগামীকালের ম্যাচের জন্য বিবেচনায় থাকবে না।’ আনচেলত্তি রক্ষণের ইনজুরি সংকট সামলানোর চেষ্টা করছেন। কেননা সামনে তাদের কিছু বড় ম্যাচ আছে। লেগানেসের পর শনিবার ঘরের মাঠে অ্যাতলেতিকোর বিপক্ষে লিগ ডার্বি ও ১১ ফেব্রুয়ারি ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের ম্যাচ খেলবে রিয়াল। আনচেলত্তি বলেন, ‘আমাকে ভাবতে হবে, কীভাবে জরুরি পরিস্থিতি সামলানো যায়। গত বছরও আমাদের এ রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। এটি ভালোভাবে সামলাতে হবে। গত বছর এটি ভালোভাবে সামলাতে পেরেছিলাম। তরুণ খেলোয়াড়রা তাদের দক্ষতা দেখানোর সুযোগ পাবে। আমরা (২০ বছর বয়সী ডিফেন্ডার) জ্যাকোবো (রামন)-এর উপর নির্ভর করবো।’ ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে আছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে লস ব্লাঙ্কসকরা।


এই বিভাগের আরো খবর