সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আটালান্টার বিপক্ষে ড্র করলো বার্সা

প্রতিনিধি: / ১৭১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে আটালান্টার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। পয়েন্ট খুইয়ে সরাসরি শেষ ষোলোতে খেলার সুযোগ হারিয়েছে আটালান্টা। বাধ্য হয়ে ইতালিয়ান ক্লাবটিকে খেলতে হবে প্লে-অফ। অন্যদিকে বার্সা সরাসরি শেষ ষোলোতে গেলেও থাকতে পারেনি টেবিলের শীর্ষে। সরাসরি শেষ ষোলোতে যেতে হলে ৩৬ দলের অংশগ্রহণে গ্রুপের পর্বের খেলায় সেরা ৮ দলের মধ্যে থাকতে হতো বার্সা ও আটালান্টাকে। বার্সা গ্রুপের খেলা করেছে টেবিলের দুইয়ে থেকে, পয়েন্ট ৮ ম্যাচে ১৯। অন্যদিকে নবম স্থানে থেকে লিগ পর্ব শেষ করেছে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন আটালান্টা, পয়েন্ট ৮ ম্যাচে ১৫। সর্বশেষ ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বার্সা। এবারও দারুণ ছন্দে আছে ৫ বারের চ্যাম্পিয়নরা। গতকাল বুধবার আটালান্টার বিপক্ষে ড্র করলেও খুশি কোচ হান্সি ফ্লিক। ম্যাচের পর বার্সা কোচ ফ্লিক বলেন, ‘ফলাফল ঠিকই ছিল। আমরা এমন এক প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেছি, যাদের দলে খুব ভালো খেলোয়াড় রয়েছে, তাদের খেলা চমৎকার এবং অনন্য খেলার স্টাইল। আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে, দ্বিতীয়ার্ধে কিছুটা ভিন্ন কিছু করতে পারবো। প্রথম গোলটি সেরকমই ছিল, দলকে সেটি অনুসরণ করতে দেখা ভালো লাগলো।’ ‘অবশ্যই খুব খুশি, আমরা দ্বিতীয় স্থানে শেষ করেছি, যা চ্যাম্পিয়নস লিগে প্রথম পদক্ষেপ। দলের জন্য দ্বিতীয় স্থানে শেষ করা একটি বড় সাফল্য।’ গত বুধবার ঘরের মাঠে প্রথম গোল করে বার্সাই। ৪৭ মিনিটে লামিন ইয়ামালের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৬৭ মিনিটে আটালান্টাকে ১-১ সমতায় ফেরান এডারসন। ৭২ মিনিটে আবারও বার্সাকে এগিয়ে দেন রোনাল্ড আরাওহো। ৭ মিনিট পর ফের সমতায় ফেরে আটালান্টা। গোল করেন মারিও পাসালিক। শেষ বাঁশি বাজার আগে আরও গোল না হওয়ায় ২-২ সমতায় খেলা শেষ হয়।


এই বিভাগের আরো খবর