সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্লে-অফের টিকেট পেলো ম্যানসিটি

প্রতিনিধি: / ২০১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

হারলেই বাদ। ডু অর ডাই ম্যাচে শেষ পর্যন্ত জিতেছে ম্যানচেস্টার সিটি। ক্লাব বার্জকে ৩-১ গোলের হারিয়েছে তারা। এতে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে জায়গা করে নিতে পেরেছে পেপ গার্দিওলার দল। টুর্নামেন্টে টিকে থাকতে হলে সেরা ২৪ দলের মধ্যে থাকতে হতো ম্যানসিটিকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি গ্রুপ পর্ব শেষ করেছে ২২তম স্থানে থেকে। ৮ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ১১। বার্জও প্লে-অফে খেলবে। লিগ পর্বের খেলা শেষে বেলজিয়ান ক্লাবটির অবস্থান ২৪তম। ৮ ম্যাচে তাদের পয়েন্টও ১১। মূলত, গোল ব্যবধানে এগিয়ে থাকায় তাদের আগে অবস্থান রাখতে পেরেছে সিটি। গত বুধবার ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শুরুতে গোল করে বার্জই। বিরতির আগমুহূর্তে (৪৫ মিনিটে) স্বাগতিক ম্যানসিটির দর্শকদের স্তব্ধ করে দেন রাফায়েল ওনিদিকা। দুর্দান্ত গোল করে বার্জকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন নাইজেরিয়ান মিডফিল্ডার। এরপর আস্তে আন্তে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যানসিটি। ৫৩ মিনিটে ম্যানসিটিকে ১-১ সমতায় ফেরান মাতিও কোভাচিচ। ৬২ মিনিটে আত্মঘাতী গোল হজম করে বার্জ। ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দেন জোয়েল ওর্দোনিজ। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি। স্বাগতিকদের হয়ে শেষ গোল করেন সাবিনহো। ব্রাজিলিয়ান তারকার গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যানসিটি। ম্যাচের পর টিএনটি-কে কোভাচিচ বলেন, ‘পরের রাউন্ডে যেতে পেরেছি, এজন্য আমরা খুশি। কারণ, এটি একটি কঠিন গ্রুপ পর্ব ছিল; আমাদের জন্য সহজ ছিল না। পরবর্তী রাউন্ডে পৌঁছেছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর যেই আসুক, সেটি কঠিনই হবে।’ প্লে-অফে ম্যানসিটির প্রতিপক্ষ হতে পারে রিয়াল মাদ্রিদ অথবা বায়ার্ন মিউনিখ। এই পর্বে দুই লেগে প্লে-অফ খেলবে তারা। জয়ী দল যুক্ত হবে শেষ ষোলোতে।


এই বিভাগের আরো খবর