সর্বশেষ :
সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাবেক বন কর্মকর্তার  ইন্তেকাল, জেলা বিএনপির শোক কাউখালী উত্তর নিলতী সমতট বিদ্যালয়ে শিক্ষক জাহানারা আক্তার ও কমিটির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাইকগাছার একমাত্র সরকারি পাঠাগারটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে  বাগেরহাটে পৌর যুবদলের মতবিনিময় সভা ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:০৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নেইমার সান্তোসে ফিরে গেলেন

প্রতিনিধি: / ১৭২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

বিশাল অংকের অর্থ ছাড় দিয়ে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করার পরই মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, নেইমার নিজের ছোটবেলার ক্লাব সান্তোসে ফেরত যাবেন। সব খবর আগেই জানা গেলেও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এবার আনুষ্ঠানিকতাও সেরে নিলো সান্তোস। ব্রাজিলিয়ান ক্লাবটি জানিয়ে দিলো, তারা নেইমারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। অর্থাৎ স্পেন, ফ্রান্স ও সৌদি আরব ঘুরে এবার নিজের চেনা ডেরায় ফেরত গেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার। গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরো বলেন, ‘এটাই সময় (ফিরে আসার), নেইমার। এটা তোমার নিজের মানুষের কাছে ফিরে আসার সময়। আমাদের ঘরে, আমাদের হৃদয়ের ক্লাবে ফিরে আসার সময়।’ তিনি আরও বলেন, ‘স্বাগতম, আমাদের ছেলেটি নেইমার! ভিলা (বেলমিরো, সান্তোসের স্টেডিয়াম)-এর ছেলে। আবার সাদা-কালো জার্সি পরে খুশি হতে ফিরে আসো। সান্তোস জাতি তোমাকে উন্মুক্ত বাহুতে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে।’ গত সোমবার সমঝোতার মাধ্যমে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেন নেইমার। তার একদিন পরই সান্তোস নিশ্চিত করলো, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে তারা নিজেদের দলে ভিড়িয়েছে। ১৯৯২ সালে পৃথিবীর আলো দেখা নেইমার সান্তোসে নাম লেখান ২০০৩ সালে। অর্থাৎ সান্তোসেই বিশ্বের অন্য সেরা তারকার ফুটবলের হাতেখড়ি। ব্রাজিলিয়ান তারকা তখন খেলতেন সান্তোসের ইয়ুথ ক্লাবে। ২০০৯ সাল পর্যন্ত ছোটদের দলেই খেলেছেন নেইমার। ২০০৯ সালের ৭ মার্চ, নেইমার তখন ১৭ বছরের কিশোর। সে সময় তার ডাক পড়লো সান্তোসের সিনিয়র দলে। ওয়েস্টের বিপক্ষে ওইদিন শেষ ৩০ মিনিট খেলেছিলেন নেইমার। ওই ম্যাচে সান্তোস জিতেছিল ২-১ ব্যবধানে। ২০১৩ সাল পর্যন্ত সান্তোসে ধারাবাহিকভাবেই খেলেন নেইমার। নিজের প্রথম পেশাদার ক্লাবটিকে উপহার দিয়েছিলেন ৬টি শিরোপা। এর মধ্যে ২০১২ সালে জিতেছিলেন কোপা আমেরিকার বেস্ট ফুটবলার অ্যাওয়ার্ড। এবার ফিরে সান্তোসে কী উপহার দেন নেইমার, সেটি দেখার অপেক্ষায় ব্রাজিলিয়ানরা।

 


এই বিভাগের আরো খবর