সর্বশেষ :
এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় : মোরেলগঞ্জে ১৯ বছর পরে উৎসব মুখর   পরিবেশে অভিভাবক সদস্য নির্বাচন বাড়ি ফেরা হলো না ভিক্ষুক সোহরাব আলীর- সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যালয়ের পাশে পোল্ট্রি ফার্মে দুর্গন্ধে পাঠদান ব্যাহত — প্রশাসনের হস্তক্ষেপ দাবি নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন জাল স্বাক্ষরে পদত্যাগপত্র তৈরীর অভিযোগ, বাতিল হয়েছে এমপিও ১৫ বছর ধরে নীজ কর্মস্থল থেকে বিতাড়িত অধ্যক্ষ দিদারুল ইসলাম বাগেরহাটে পৌর যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল আফগানিস্তানকেভারতের‘দালাল‘বললেনপাকিস্তানেরমন্ত্রী টমেটোর পর পেঁয়াজেরবাজারেআগুন, চরম ভোগান্তিতেপাকিস্তানের ক্রেতারা মোরেলগঞ্জে পঞ্চাশ ঊর্ধ্ব বৃদ্ধের ওপর হামলা: দাড়ি টেনে ছেঁড়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত, ন্যায়বিচার দাবি এলাকাবাসীর
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাফাহতে ফেরার স্বপ্নে ধ্বংসস্তূপের বাস্তবতায় ফিলিস্তিনিরা

প্রতিনিধি: / ১৫৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনের পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে নিজেদের বাড়িতে ফেরার আশায় ছিলেন ফিলিস্তিনিরা। কিন্তু তাদের জন্য অপেক্ষা করছিল শুধুই ধ্বংসস্তূপ। ৫৩ বছর বয়সী ফিলিস্তিনি কৃষক আব্দ আল-সাত্তার রাফাহতে দুইটি বাড়ির মালিক ছিলেন। নয় মাস আগে ইসরায়েলি বাহিনীর আক্রমণের পর থেকে তিনি উদ্বাস্তু জীবনযাপন করছিলেন। আশায় ছিলেন, একটি বাড়ি যদি ধ্বংস হয়, তবে অন্য বাড়ি তার পরিবারের আশ্রয় হয়ে উঠবে। কিন্তু গত রোববার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই তিনি তার বড় ছেলে মোহাম্মদকে সঙ্গে নিয়ে ফিরে দেখেন তাদের দু’টি বাড়িই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আল-সাত্তারের একটি বাড়ি ছিল শাবুরা এলাকায়, আর অন্যটি মিরাজে। প্রথম বাড়ি ছিল ২০০ বর্গমিটার আর দ্বিতীয়টি দুইতলা, ১৬০ বর্গমিটারের। কিন্তু এখন সেখানে দাঁড়িয়ে আছে শুধুই ধ্বংসাবশেষ। তার তিন ভাইয়ের বাড়িও একই অবস্থায়। পরিবারকে পুনরায় আশ্রয় দেওয়ার স্বপ্ন এক নিমেষেই ভেঙে যায়। আল-সাত্তার ফোনে তার স্ত্রীকে খবরটি জানান, যিনি আল-মাওয়াসি ক্যাম্পে তাদের পরিবারের সঙ্গে অপেক্ষায় ছিলেন। তিনি বলেন, আমাদের বাড়ি বাসযোগ্য নয়। এখানে আর ফেরার উপায় নেই। তার স্ত্রী চোখের জলে তাকে ফিরে আসার অনুরোধ করলেও আল-সাত্তার তাকে অপেক্ষা করতে বলেন। তিনি বলেন, রাফাহ আর আগের মতো নেই। যেখানে আমরা বড় হয়েছি, কাজ করেছি, সেই সব জায়গা এখন অচেনা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। যুদ্ধবিরতির আগে রাফাহতে বহু পরিবার ফিরতে শুরু করে। তারা গাড়ি, গরুর গাড়ি আর বাইকে করে তাদের কিছু সামান্য জিনিসপত্র নিয়ে রওনা হয়। তাদের অনেকেই ধ্বংসাবশেষে অস্থায়ীভাবে ক্যাম্প গড়ে তোলে। পথ চলার সময় কেউ কেউ স্লোগান দেয়, ‘আমরা আবার গড়ব। আমরা বাঁচব।’ কিন্তু অনেকের জন্য ফেরার আনন্দ অচিরেই পরিণত হয় হতাশায়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর শুরু হওয়া যুদ্ধের পর গাজার ৬০ শতাংশ ভবন আর ৬৫ শতাংশ রাস্তা ধ্বংস হয়েছে। রাফাহ শহরের মেয়র মোহাম্মদ আল-সুফি বলেন, শহরের ৭০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। শহর এখন বাসযোগ্য নয়। রাফাহ অঞ্চলের ফিলাডেলফি করিডর শহরের ১৬ শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত। এটি এখনও জনসাধারণের জন্য বন্ধ। পূর্ব রাফাহতে বিশাল অংশও চলাচলের অনুপযোগী। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আল-সাত্তার বলেন, আমরা আশা করেছিলাম, অবশেষে তাঁবুর জীবন থেকে মুক্তি পাবো। কিন্তু এখন মনে হচ্ছে, বোমার আঘাত নয়, বরং জীবনের মৌলিক চাহিদার অভাবই আমাদের নতুন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। রাফাহতে ফিরে আসা অনেকেই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। কেউ কেউ বাধ্য হয়ে খানের ইউনিসে আশ্রয় নিয়েছেন। এক বাসিন্দা বলেন, রাফাহ এখন কবরস্থানের মতো। এখানে জীবনযাপন অসম্ভব। তবুও, রাফাহতে অনেক পরিবার প্রতিজ্ঞাবদ্ধ তাদের শহর পুনর্গঠনের। এক বাবা বলেন, আমরা অনেক সহ্য করেছি। রাফাহই আমাদের ঘর। আমরা আবার গড়ব, যত সময়ই লাগুক। সূত্র: আল জাজিরা


এই বিভাগের আরো খবর