সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চট্টগ্রামে বাউন্ডারি নিয়ে সন্তুষ্ট তামিম

প্রতিনিধি: / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

বোলারদের একপেশে দাপটের দিন ফুরিয়েছে। এবারের বিপিএলে উইকেট নিয়ে নেই কারও অভিযোগ। হোক ভেন্যু মিরপুর, কিংবা সিলেট, কিংবা চট্টগ্রাম- স্পোর্টিং উইকেটেই হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ফলে বোলারদের পাশাপাশি ব্যাটাররাও দেখাচ্ছেন দাপট। যদিও সিলেট পর্বে বাউন্ডারির মাপ ছোট হওয়া নিয়ে হয়েছে সমালোচনা। চট্টগ্রাম পর্বে অবশ্য আদর্শ মানের বাউন্ডারির মাপই দেখা গেছে। আর তা দেখে খুশি তামিম ইকবাল। দারুণ অর্ধশতকে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ জেতানোর পর তামিম নিজের ব্যাটিং নিয়ে বলেন, ‘মাঝখানে আমাদের আরেকটু দ্রæত খেলা উচিৎ ছিল। ১৪ ওভারের মধ্যে যদি শেষ করতে পারতাম, হাতে উইকেটও ছিল। এই একটা সুযোগ মিস করেছি। এছাড়া ব্যাটিং ভালো ছিল।’ এ সময় বিপিএলের ভেন্যুগুলোর উইকেট নিয়ে কথা বলেন ফরচুন বরিশালের অধিনায়ক। তিনি বলেন, ‘এবারের টুর্নামেন্টে আসলেই উইকেট বেশ ভালো। মিরপুরের কথা যদি চিন্তা করেন। সিলেট ওয়াজ অ্যামেজিং। চট্টগ্রামেও ভালো। ভালো ব্যাপার হলো বাউন্ডারির মাপও এখানে ভালো ছিল। এমনই হওয়া উচিৎ। আজ দেখেছেন বাউন্ডারিতে অনেক ক্যাচ হয়েছে। এই জিনিসটা থাকা উচিৎ। এই সাইজেই খেলা উচিৎ, ৫২-৫৩ মিটার নয়।’


এই বিভাগের আরো খবর