বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রতিনিধি: / ১৫৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। তবে শিক্ষার্থীদের দাবিগুলো এখনো বিস্তারিত জানা যায়নি।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের একটি চার সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে। তাদের সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছিল বিকেল সাড়ে ৪টায়। এসময় সচিবালয়ের বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী।

অপেক্ষারত শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে। উত্তেজিত শিক্ষার্থীরা পাল্টা প্রতিক্রিয়া জানালে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সচিবালয়ের আশপাশে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আশপাশের পরিবেশে আতঙ্ক বিরাজ করে।

পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নিয়েছে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর