সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চেলসি ঘরের মাঠে পয়েন্ট খোয়ালো

প্রতিনিধি: / ১৯৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

ইনজুরি টাইমের গোলে সর্বনাশ হলো চেলসির। ৪৫ বছর পর স্ট্যামফোর্ড ব্রিজে ফুলহ্যামের কাছে হারলো স্বাগতিকরা। গত বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বদলি খেলোয়াড় রদ্রিগো মুনিজের ৯৫ মিনিটের গোলে ২-১ ব্যবধানে হেরে গেছে চেলসি। ১৯৭৯ সালের পর এটি স্ট্যামফোর্ড ব্রিজে ফুলহ্যামের প্রথম জয় এবং দ্বিতীয় স্থানে থাকা চেলসির শিরোপা আশায় বড় ধাক্কা। দুই ম্যাচ বেশি খেলে টেবিল টপার লিভারপুলের থেকে চার পয়েন্ট পিছিয়ে গেলো চেলসি। অথচ ম্যাচের ১৬ মিনিটের মাথায় লিড নিয়েছিল স্বাগতিকরা। কোলে পালমার দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে ইসা ডিওপের পায়ের মধ্য দিয়ে নিচের কর্নারে স্লাইড করে দুর্দান্ত এক গোল করেন। চেলসিকে মনে হচ্ছিল ম্যাচের নিয়ন্ত্রণে। পালমারের আরও দুটি শট লক্ষ্যে ছিল, মার্ক কুকুরেলার ডাইভ দিয়ে করা হেড ফিরিয়ে দেন ফুলহ্যাম গোলরক্ষক বার্নড লেনো। দ্বিতীয়ার্ধে এনজো ফার্নান্দেজের রকেট গতির শটও ফেরান তিনি। কিন্তু ২০১১ সালে সবশেষ স্ট্যামফোর্ড ব্রিজে গোল করা ফুলহ্যাম শেষদিকে এসে ঝলক দেখায়। ৮২তম মিনিটে হ্যারি উইলসন সমতা ফেরান। মুনিজ ইনজুরি টাইমে ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল করে দলের পয়েন্ট নিশ্চিত করেন। এই জয়ে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ফুলহ্যাম অষ্টম স্থানে। সমান পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি সাত আর অ্যাস্টন ভিলা নয়ে।


এই বিভাগের আরো খবর