বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শুভ বড়দিন উপলক্ষে আর্চ বিশপের হাউজ পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

প্রতিনিধি: / ২২৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বুধবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকার কাকরাইলে অবস্থিত আর্চ বিশপের হাউজ পরিদর্শন করেন। এ সময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানান। সেনাবাহিনী প্রধান বলেন, সামপ্রদায়িক সমপ্রীতি আমাদের দেশের গর্ব। সকল সমপ্রদায়ের ব্যক্তিবর্গ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করতে পারে, সে বিষয়ে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, অন্যান্য সকল সমপ্রদায়ের জনগণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপনে আন্তরিকতার সাথে সহযোগিতা করবে এবং সকলেই শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুখী, সমৃদ্ধশালী ও উন্নত দেশ গঠনে এগিয়ে আসবে।


এই বিভাগের আরো খবর