সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

লিভারপুল টটেনহ্যামের সাথে জয় পেলো

প্রতিনিধি: / ২২২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার রাতে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে গোল হয় ৯টি। আর এই ৯ গোলের ম্যাচটি ৬-৩ ব্যবধানে জিতে শীর্ষস্থান মজবুত করেছে লিভারপুল। ১৬ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট সংগ্রহ করে লিভারপুল যথারীতি আছে শীর্ষে। ১৭ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে চেলসি দ্বিতীয় স্থানে ও ৩৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে তৃতীয় স্থানে। এই ম্যাচ হেরে ১৭ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে টেবিলের একাদশতম স্থানে। এদিন শুরু থেকেই দারুণ খেলা লিভারপুল ম্যাচের ২৩ মিনিটে লিড নেয়। এ সময় ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রসে হেড নিয়ে জালে জড়ান লুইস দিয়াজ। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান আলেঙ্সি ম্যাক অ্যালিস্টার। তিনি খুব কাছ থেকে হেডে গোল করেন। ৪১ মিনিটে অবশ্য টটেনহ্যামের জেমস ম্যাডিসন গোল করে ব্যবধান কমান। তবে বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে (৪৫+১) লিভারপুলের ডমিনিক সোবোসলাই গোল করে ব্যবধান বাড়ান। তাকে গোলে সহায়তা করেন মোহাম্মদ সালাহ। বিরতি থেকে ফিরে গোল পান সালাহও। ৫৪ মিনিটে পাল্টা আক্রমণে উঠে খুব কাছ থেকে শট নিয়ে গোল করেন মিশরীয় এই স্ট্রাইকার। ৬১ মিনিটে সালাহ নিজের জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান হয়ে যায় ৫-১। কিন্তু ম্যাচের ৭২ মিনিটে টটেনহ্যামের ডিজান কুলুসেভেস্কি ও ৮৩ মিনিটে ডমিনিক সোলানকে গোল করে প্রমাণ করেন তারা এখনও হাল ছেড়ে দেননি (৫-৩)। কিন্তু ৮৫ মিনিটে লিভারপুলের দিয়াজ সতীর্থ সালাহর বাড়িয়ে দেওয়া বল থেকে জোড়া গোল পূর্ণ করে লিভারপুলকে ৬-৩ ব্যবধানের দারুণ এক জয় উপহার দেন।

 


এই বিভাগের আরো খবর