সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বৃষ্টিতে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট ড্র

প্রতিনিধি: / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

স্পোর্টস: ব্রিসবেনে তৃতীয় টেস্টে বৃষ্টি যেনো আশীর্বাদ হয়ে এসেছিল ভারতের জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করেছে তাঁরা। পুরো ম্যাচ জুড়ে দফায় দফায় বৃষ্টির বাগড়া ছিল। ৫ম দিনেও তার ব্যতিক্রম হয়নি। শেষ দিনে খেলা হয়েছে মাত্র ২৪.১ ওভার তাতে দুই দলের উইকেট পড়েছে ৮ টি। ৯ উইকেটে ২৫২ রানে শেষ দিনের খেলা শুরু করেছিল ভারত। ৮ রান যোগ করতেই প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়েছে ভারত। ১৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। তবে ভারতীয় বোলারদের ক্রমাগত আক্রমণে দ্রুতই উইকেট হারাতে শুরু করে অজিরা। জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজদের বোলিং তোপে মাত্র ৮৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। তবে ম্যাচের ফল পেতে তখনই ইনিংস ঘোষণা করে প্যাট কামিন্স। এতে দ্বিতীয় ইনিংসে ভারতের লক্ষ্য দাড়ায় ২৭৫ রান। দ্বিতীয় ইনিংসে অজিদের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন অধিনায়ক প্যাট কামিন্স। ২০ রান করেন অ্যালেঙ্ ক্যারি, ১৭ করেন ট্রাভিস হেড। আর কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের রান। ভারতের হয়ে ৩ টি উইকেট নেন জাসপ্রীত বুমরাহ। ২৭৫ রানের লক্ষ্যে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ৮ রান। এরপর বৈরী আবহাওয়া এবং আলোক স্বল্পতার কারণে আর খেলা চালানো সম্ভব হয়নি। সুতরাং ড্র হয় ম্যাচ। ম্যাচ সেরা হয়েছেন ট্রাভিস হেড। ৫ ম্যাচের সিরিজ এখন ১-১ এ ড্র। অস্ট্রেলিয়া ৪৪৫ (স্মিথ ১০১, হেড ১৫২; বুমরা ৬/৭৬) ও ৮৯/৭ ডি.(কামিন্স ২২, ক্যারি ২০*; বুমরা ৩/১৮)
ভারত ২৬০ (রাহুল ৮৪, জাদেজা ৭৭; কামিন্স ৪/৮১, স্টার্ক ৩/৮৩) ও ৮/০ (জয়সওয়াল ৪*, রাহুল ৪*)
ফল: ম্যাচ ড্র
ম্যাচসেরা: ট্রাভিস হেড।


এই বিভাগের আরো খবর