সর্বশেষ :
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন  বাগেরহাটে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  মোংলায় ইজিবাইকের ধাক্কায় নিহত-১, গাড়ি ও চালক আটক মোরেলগঞ্জে হত্যার হুমকীতে দিনমজুরের আত্মহত্যা? বাধালে কোটি টাকার কাঁচা-পাকা সুপারি বাণিজ্যের পেছনে অচেনা শ্রমিকদের কান্না-হাসি কপিলমুনিতে ঝুলন্ত অবস্থায় বিধবা নারীর মরদেহ উদ্ধার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ চীনের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো ভারত ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাইবার হামলা ইউক্রেনের ৯০টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিরিয়ার নতুন প্রশাসন চাইলে সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত তুরস্ক

প্রতিনিধি: / ২৫০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

বিদেশ : সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর দায়িত্ব নিয়েছে নতুন প্রশাসন। এই প্রশাসনকে কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া উচিত বলে মনে করছে তুরস্ক। খবর রয়টার্সের। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার জানিয়েছেন, সিরিয়ার নতুন প্রশাসন যদি অনুরোধ করে, তবে আঙ্কারা তাদের সামরিক প্রশিক্ষণ দিতে প্রস্তুত। শনিবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি আরও জানান, নতুন প্রশাসন জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি সম্মান দেখানোর প্রতিশ্রুতি দিয়েছে। তাই তাদের সুযোগ দেওয়া উচিত। ১৩ বছরের দীর্ঘ গৃহযুদ্ধ শেষে বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় বাশার আল-আসাদের পতন ঘটেছে। আসাদবিরোধী বিদ্রোহীদের দীর্ঘদিন ধরে সমর্থন দিয়ে আসছিল তুরস্ক। এর মধ্যেই সিরিয়ার রাজধানী দামেস্কে তুরস্ক পুনরায় তাদের দূতাবাস চালু করেছে। এর আগে তুরস্কের গোয়েন্দা প্রধান সিরিয়া সফর করেন। সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে সামরিক সম্পর্ক প্রসঙ্গে গুলার বলেন, তুরস্ক এর আগে বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তি করেছে। নতুন প্রশাসন চাইলে তুরস্ক তাদেরও এ ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো নতুন প্রশাসন কীভাবে কাজ করে, তা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে সহযোগিতা করা। তুরস্কের এই প্রস্তাব সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে তাদের সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাকে ইঙ্গিত করছে। এটি যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনেও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে।

 

 


এই বিভাগের আরো খবর