মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চ্যাট হেড বন্ধ করার টেকনিক মেসেঞ্জারে

প্রতিনিধি: / ৩০৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

আইটি: যারা মেসেঞ্জার ব্যবহার করেন তাদের কাছে চ্যাট হেড খুবই পরিচিত একটি বিষয়। কারণ ফোনের স্ক্রিনে চোখ দিলেই মেসেঞ্জারে প্রতিনিয়ত আসা মেসেজগুলোকে আমাদের সামনে তুলে ধরে চ্যাট হেড। স্ক্রিনের এক কোণে থাকলেও কখনো কখনো এটি বিরক্তির কারণও হয়। অথবা অন্য কোনও কারণেও অনেকে স্ক্রিনে চ্যাট হেড দেখতে চান না। এক্ষেত্রে চিন্তার কিছু নাই। খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যেই আপনি মেসেঞ্জারের চ্যাট হেড বন্ধ করতে পারেন।
> এজন্য প্রথমেই মেসেঞ্জার অ্যাপ ওপেন করুন।
> উপরে বাম পাশের থ্রি ডট-এ ক্লিক করুন।
> এবার সেটিংস অপশনে প্রবেশ করুন।
> সেটিংসের ভেতরে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। এর মধ্য থেকে চ্যাট হেড অপশনটি খুঁজে নিন এবং ডান পাশের সুইচটি বন্ধ করে দিন।
> তাহলেই আর ফোনের স্ক্রিনে মেসেঞ্জারের চ্যাট হেড দেখাবে না।
পরবর্তী আবারও চ্যাট হেড চালু করতে চাইলে একইভাবে এই অপশনে এসে চ্যাট হেড সুইচ চালু করে দিতে পারবেন।


এই বিভাগের আরো খবর