বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাগরে ট্রলার ডুবির ঘটনায় জীবিত উদ্ধার ২২ জন

প্রতিনিধি: / ২৩১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

দ্বীপ উপজেলা হাতিয়ায় ঝড়ো হাওয়ায় ডুবে যাওয়া মাছ ধরার ট্রলার ডুবি ঘটনায় আজ ২২ জেলেকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজমারা আমতলী ঘাটের মৎস্য ব্যবসায়ী ও  বোট মালিক লুৎফুল্লাহিল মজিদ  নিশান মিয়া।
মৎস্য ব্যবসায়ী নিশান মিয়া জানান,  সোমবার (১৫ সেপ্টেম্বর) আমতলীর কামরু মাঝির ডুবে যাওয়া বোটের ১০ জন মাঝিমাল্লাকে চট্টগ্রামের বাঁশখালি থেকে  উদ্ধার করে  পার্কভিউ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া  হয়েছে। তারা হলেন রাশেদ মাঝি, কামরু কোম্পানী, আজমির, ভাগি শরীফ, নাহিদ, বেলাল, বাবুর্চি শরীফ, ইরাক, নায়েম মেস্ত্রী ও মামুন। এরা প্রত্যেকে জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের বাসিন্দা।
এদিকে আমতলী ঘাটের এনাম চৌধুরী জানান, হাতিয়া উপজেলা দমার চরে ভেসে আসা ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। উদ্ধার হওয়া জেলেরা আমতলী ঘাটের ডুবে যাওয়া রহিম মাঝির বোটের। তবে ৩ জেলে এখনো নিখোঁজ রয়েছে বলে জানানো হয়।  উদ্ধার হওয়া জেলেকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।
নিঝুমদ্বীপের মেহেরাজ মাঝির ডুবে যাওয়া ট্রলারের সবাই উদ্ধার হলেও রহিম নামের এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন বলে জানান স্থানীয় সাহেদ মেম্বার।
উল্লেখ্য শুক্রবার সারাদিন ঝড়ো হাওয়ায় হাতিয়ার আমতলী ঘাট, নিঝুমদ্বীপ, বুড়িরদোনা ঘাট, দানার দোল ঘাট ও বাংলা বাজার ঘাটের দূরবর্তী মেঘনা নদীর কয়েকটি স্থানে ট্রলার ডুবির ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি মিল্টন চাকমা জানান, আমতলী ঘাটের ৩ জন ও নিঝুমদ্বীপে ১ জন জেলে এখনো নিখোঁজ রয়েছে। এছাড়াও নিঝুমদ্বীপে ডুবে যাওয়া ট্রলারগুলোর মধ্যে ৩ টি উদ্ধার হয়েছে।


এই বিভাগের আরো খবর