সর্বশেষ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইনস্টাগ্রামে যুক্ত হচ্ছে ম্যাপ ফিচার

প্রতিনিধি: / ২০৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

আইটি: ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। বিগত কয়েক বছরে সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠান। বর্তমানে তরুণ প্রজন্মের একটা বড় অংশ ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামেই সময় কাটাতে বেশি পছন্দ করেন। তাইতো ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হচ্ছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় এবার ‘ম্যাপ ফিচার’ নিয়ে আসার পরিকল্পনা করছে ইনস্টাগ্রাম। নতুন এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য বিভিন্ন স্থানের তথ্য এবং অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ তৈরি করবে। এটি ইন্টারেক্টিভ এবং সুবিধাজনক হবে। ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সঙ্গে স্থান শেয়ার এবং সেই জায়গা সম্পর্কে রিভিউ ও ছবি পোস্ট করতে পারবেন। এছাড়া, ব্যবহারকারীরা তাদের পছন্দের স্থানগুলোকে সেভ করে রাখতে পারবেন। যা ভবিষ্যতে তাদের জন্য সহায়ক হবে। আর এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে আরো বেশি সংযোগ এবং যোগাযোগ তৈরি করবে বলে আশা করছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।


এই বিভাগের আরো খবর