বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাড়ে ১৭ হাজার কর্মী ছাঁটাই করবে ইনটেল

প্রতিনিধি: / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

আইটি: খরচ কমানোর জন্য কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি ইনটেল। গত চার মাসে প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হওয়ায় ১৫ শতাংশ কর্মী ছাঁটায়ের কথা জানিয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি ১৭ হাজার ৫০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। ইনটেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঞ্জার রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, মাঠ পর্যায়ের কর্মীদের চেয়ে প্রধান কার্যালয় থেকে বেশি কর্মী ছাঁটাই করতে চাই। তিনি বলেন, আমরা এক প্রতিদ্ব›িদ্বতামূলক সময় পার করছি। এজন্য আমাদের মূলধনের দিকেও নজর রাখতে হবে। ইনটেল ২৯ জুন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৫০০ জনকে নিয়োগ দিয়েছিল। চাকরি থেকে যাদের ছাঁটাই করা হবে তাদের সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা চলতি বছরের মধ্যেই শেষ হবে। বর্তমান বাজারে টিকে থাকতে এআই প্রযুক্তি নির্ভর চিপের দিকে ঝুঁকছে ইনটেল। তবে এ লড়াইয়ে কিছুটা পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া প্রতিষ্ঠানটি চিপ তৈরিতে নিজেদের ক্ষমতা ফিরিয়ে আনতে মরিয়া।


এই বিভাগের আরো খবর