সর্বশেষ :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

একুয়েডর কোচ বরখাস্ত হলেন

প্রতিনিধি: / ২৩৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

স্পোর্টস: পেনাল্টিতে এনের ভালেন্সিয়া এবং গোলমুখে অন্যদের ব্যর্থতার মাশুল দিয়ে কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়ার পরপরই প্রধান কোচ ফেলিক্স সানচেসকে বিদায় করে দিল একুয়েডর। বাংলাদেশ সময় শুক্রবার সকালে কোয়ার্টার-ফাইনালে প্রবল লড়াইয়ের পরও শিরোপাধারী আর্জেন্টিনার সঙ্গে পেরে ওঠেনি একুয়েডর। মূল ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর তারা ৪-২ ব্যবধানে হেরে যায় টাইব্রেকারে। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ভালেন্সিয়া গোল করতে ব্যর্থ হলে নষ্ট হয় ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ। তবে বিরামহীন আক্রমণে যোগ করা সময়ে গোল করে সমতা ফেরায় একুয়েডর। পরে ম্যাচ জেতারও দারুণ এক সুযোগ আসে। কিন্তু পেনাল্টি স্পটের কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট হেডে দলকে হতাশায় পোড়ান জর্দি কেইসেদো। টাইব্রেকারে প্রথম শট ক্রসবারে মারেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু সুযোগ নিতে পারেননি একুয়েডরের খেলোয়াড়রা। তাদের প্রথম দুটি শট ঠেকিয়ে ব্যবধান গড়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। কোপা আমেরিকায় নিজেদের ইতিহাসে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ে একুয়েডর। এর একটু পরেই এক বিবৃতিতে ৪৮ বছর বয়সী কোচের ছাঁটাইয়ের কথা জানায় একুয়েডর ফুটবল ফেডারেশন। “ফেলিক্স ও তার কোচিং স্টাফদের তাদের কাজ ও পেশাদারিত্বের জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষৎতের জন্য শুভ কামনা জানাই।” বার্সেলোনা যুব দল দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করা সানচেস পরে কাতারে বিভিন্ন পর্যায়ে কাজ করেন। তার কোচিংয়েই দেশটি ২০১৯ সালে এশিয়ান কাপে নিজেদের প্রথম শিরোপা জেতে। গত বছর মার্চে চার বছরের চুক্তিতে একুয়েডরে যোগ দিয়েছিলেন সানচেস। ১৫ মাসের ব্যবধানে চাকরি হারালেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে দলকে ব্রাজিলের ওপরে পঞ্চম স্থানে রেখে গেলেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানানোর সময়ও নিজের ভবিষৎ জানতেন না সানচেস। তিনি আভাস দিয়েছিলেন সাফলল্যের জন্য একুয়েডরের আরও সময় প্রয়োজন। “আমরা গ্রæপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছি। যদিও আমরা এরপর আর অগ্রসর হতে পারিনি, তবুও আমি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছি।” “আমার মনে হয়, ওদের কৃতিত্ব প্রাপ্য, এটা আমার মত। তবে আমি মনে করি এই টুর্নামেন্টের পরের আসরে আমরা আরও অভিজ্ঞ দল নিয়ে আসব। এরা খুবই তরুণ খেলোয়াড়। হয়তো এই ফল ন্যায্য নয়। তবে আমি জানি, এই খেলোয়াড়দের ওপর আমাদের আস্থা রাখতে হবে।”


এই বিভাগের আরো খবর