সর্বশেষ :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হতাশ শরিফুল বিশ্বকাপে ম্যাচ না পাওয়ায়

প্রতিনিধি: / ২১৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪

স্পোর্টস: সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে আঙুলের ইনজুরিতে পড়েছিলেন শরিফুল ইসলাম। আর এই ইনজুরিতেই কপাল পুড়েছে তার। টুর্নামেন্টে মূল পর্বে কোনো ম্যাচ পাননি এই বাঁহাতি পেসার। বিশ্বকাপে কোনো ম্যাচ না পাওয়া নিয়ে এবার মুখ খুলেছেন শরিফুল। গতকাল বুধবার লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে দেশ ছেড়েছেন পেসার শরিফুল ইসলাম। তার আগে বিমানবন্দরে গণমাধ্যমে কথা বলেছেন তিনি। বিশ্বকাপে কোনো ম্যাচ না পাওয়া নিয়ে শরিফুল বলেন, আফসোস বলতে কপালে যেটা লেখা ছিল সেটার ওপর দিয়ে আর কিছু করার নেই। খুব আশায় ছিলাম যে একটা ম্যাচ হলেও খেলব, সুতরাং ওখানে একটু কষ্ট লাগা আর কি। ‘আর এলপিএলে যাচ্ছি ইনশাআল্লাহ চেষ্টা করব নিজের সেরাটা যেন দিতে পারি। অনেক দিন থেকে হয়তো ম্যাচ খেলা হচ্ছে না সেক্ষেত্রে এখানে ম্যাচ খেলে যাতে আগের মতো আবার কাম ব্যাক করতে পারি।’ দলের মূল বোলার হিসেবেই বিমানে উঠেছিলেন শরিফুল। কিন্তু তার ইনজুরিতে কপাল খোলে তানজিম সাকিবের। সেই সুযোগ কাজে দলের অটোচয়েজ বনে যান এই ডান হাতি পেসার। তাই শেষ পর্যন্ত সুযোগ পাননি শরিফুল। তবে এলপিএলে ক্যান্ডি ফ্যালকনসের হয়ে মাঠে ফিরবেন তিনি।


এই বিভাগের আরো খবর