সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নেইমারের ‘ড্রিবলিং’ আর ‘অভিনয়’ মিস করবেন দর্শকরা

প্রতিনিধি: / ২২৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪

স্পোর্টস: আগামী ২৫ জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা শুরু করতে যাচ্ছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে ব্রাজিল দলটির অবস্থা মোটেও সুবিধার নয়। গত কাতার বিশ্বকাপের পর থেকেই ভাঙা-গড়ার মধ্য দিয়ে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কোচ দরিভাল জুনিয়র অনেকটা দল পুনর্গঠনের কাজ করে যাচ্ছেন। তাই অনেকটা জোড়াতালি মার্কা দল নিয়েই কোপা অভিযান শুরু করবে ব্রাজিল। নয়বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিলে এই আসরের সবশেষ শিরোপা জিতেছে ৫ বছর আগে। ২০১৯ আসরে নেইমার খেলতে পারেননি চোটের কারণে। ২০২১ আসরে তো মারাকানা থেকে শিরোপা ছিনিয়ে নিয়ে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার তাই অনেক হিসেব মেটানোর পালা ছিল। কিন্তু নেইমারই তো নেই! চোটের কারণে আরও ছয় মাস আগেই তিনি কোপা থেকে ছিটকে গেছেন। ব্রাজিলের এই সুপারস্টার গত কয়েক বছর ধরে চোটের কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরেই থাকছেন। ২০১৮ বিশ্বকাপে মাঠে চোট পাওয়ার অভিনয় করে ব্যাপক আলোচিত-সমালোচিত হয়েছিলেন ৩২ বছর বয়সী এই তারকা। এরপর থেকে মাঠে বাজে ট্যাকলের শিকার হলেও রেফারিকে পর্যন্ত বিশ্বাস করানো মুশকিল হয়ে যায় নেইমারের জন্য। দর্শকরা তো পাত্তাই দেন না। বিশ্বকাপের সেই আসরের পর থেকে নেইমারের নামের পাশে ‘অভিনেতা’ শব্দটি পাকাপাকিভাবে যুক্ত হয়ে যায়। তার মাঠে গড়াগড়ি দেওয়ার অনুকরণে তৈরি হয় অসংখ্য ভিডিও ক্লিপস। চোটের কারণে এসব ব্যঙ্গ-বিদ্রƒপ থেকে এ যাত্রায় বেঁচে যাচ্ছেন নেইমার। একইসঙ্গে দর্শকরাও মিস করবে তাকে। শুধু মাঠে গড়াগড়ির জন্য নয়, বল পায়ে দুর্দান্ত ড্রিবলিংয়ে নেইমারের পাশে আর কজন আছে?


এই বিভাগের আরো খবর