সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তানজিম আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে

প্রতিনিধি: / ২২৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ জুন, ২০২৪

স্পোর্টস: টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন তানজিম হাসান। বাংলাদেশের এই পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় সোমবার সকালের ম্যাচে নেপালের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা এটি। দারুণ বোলিং করতে থাকা তানজিমের সঙ্গে লেগে যায় নেপাল অধিনায়ক রোহিত পাউড়েলের। একটি বল করার পর রোহিতের দিকে আগ্রাসীভাবে এগিয়ে যান তানজিম, করেন অনুপযুক্ত শারীরিক স্পর্শ। ওই ঘটনায় ২১ বছর বয়সী এই ক্রিকেটারের শাস্তির কথা মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইসিসি। খেলা শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেন তানজিম। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচটিতে দুর্দান্ত বোলিং করেন তানজিম। ৪ ওভারে  ৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ১০৬ রানের পুঁজি নিয়েও ২১ রানের জয়ে সুপার এইটের টিকেট নিশ্চিত করে বাংলাদেশ।


এই বিভাগের আরো খবর