সর্বশেষ :
ইসরাইলকে হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল সীমান্তে ভারী অস্ত্র ও মাইন অপসারণ শুরু করেছে থাইল্যান্ড-কম্বোডিয়া বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ভারতে ২০ জন নিহত তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন নাইজেরিয়ার নোবেল বিজয়ী ওলে সোয়িঙ্কার মার্কিন ভিসা বাতিল জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন: ফ্লাইট বন্ধ আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত কক্সবাজারের গহীন পাহাড়ে পাচারকারীদের ‘গোপন বন্দিশালা’,টেকনাফে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার সরকারি নয়, বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা মালিবাগে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নেদারল্যান্ডস ম্যাচের ওপরেই বাংলাদেশের চোখ

প্রতিনিধি: / ১৯৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

স্পোর্টস: শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এরপর গত সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় পরীক্ষায় অংশ নেন লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচের পরে বাংলাদেশের সেরা আটে যাওয়ার সমীকরণ অনেকটাই নির্ভর করছে নেদারল্যান্ডসের ওপরে। আগামী ১৩ জুন রাত সাড়ে ৮টায় ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে অবস্থিত আর্নোস ভ্যালে গ্রাউন্ডে মাঠে নামবেন নাজমুল হোসেন শান্তরা। ডাচদের বিপক্ষে ঐ ম্যাচে জয় তুলে নিতে পারলে টাইগার বাহিনীর শেষ আটে যাওয়ার রাস্তা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। এরপর ১৭ জুন ইদের দিন ভোর সাড়ে ৫টায় নেপালের বিপক্ষে মাথা ঠান্ডা রেখে খেলতে পারবে বাংলাদেশ। তাতে নেদারল্যান্ডস ম্যাচের ওপরেই চোখ রেখেছেন সবাই। পরের পর্বে যাওয়ার জন্য বাংলাদেশের বাকি দুই ম্যাচেই জয় তুলে নিতে হবে, যেখানে ডাচ পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ। এই দলের বিপক্ষে পা ফসকানোর নজির টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় বিশ্বকাপে রেখেছে টাইগার বাহিনী। তাতে নেদারল্যান্ডসকে খুব সহজে নেওয়া যাচ্ছে না। নেপালের থেকে এই ম্যাচই এখন বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ। ‘ডি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কার বিদায় অনেকটাই নিশ্চিত। প্রথমবারের মতো খেলতে আসা নেপাল পরের পর্বে যাবে এমনটি হলফ করে বলা মুশকিল। কোনো অঘটনের জন্ম না দিলে সেটি প্রায় অসম্ভব। তাতে দৌড়ে টিকে থাকা দল এখন বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। আগামী পরশু স্কট এডওয়ার্ডদের হারাতে পারলে অনেকটা স্বস্তি নিয়ে থাকতে পারবে টাইগার বাহিনী। তবে এই ম্যাচে কোনো ভুল করলে তার মাশুল বড় কিছু দিয়ে দিতে হবে। সব মিলিয়ে বাংলাদেশের জন্য এটি অনেকটা ‘অঘোষিত ফাইনাল’। টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচে জয় ছাড়া কোনো উপায় নেই। নেদারল্যান্ডস এবারের বিশ্বকাপ শুরু করেছে জয় দিয়ে। নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়েছে নেপালকে। এরপর প্রোটিয়াদের বিপক্ষে ধরাশায়ী হয়েছে ডাচ বাহিনী। এবার বাংলাদেশ মুখিয়ে রয়েছে ধরাশায়ী করার জন্য।


এই বিভাগের আরো খবর