সর্বশেষ :
ইসরাইলকে হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল সীমান্তে ভারী অস্ত্র ও মাইন অপসারণ শুরু করেছে থাইল্যান্ড-কম্বোডিয়া বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ভারতে ২০ জন নিহত তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন নাইজেরিয়ার নোবেল বিজয়ী ওলে সোয়িঙ্কার মার্কিন ভিসা বাতিল জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন: ফ্লাইট বন্ধ আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত কক্সবাজারের গহীন পাহাড়ে পাচারকারীদের ‘গোপন বন্দিশালা’,টেকনাফে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার সরকারি নয়, বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা মালিবাগে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মেহেদী আত্মঘাতী গোল প্রসঙ্গে যা বললেন

প্রতিনিধি: / ১৯০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ জুন, ২০২৪

স্পোর্টস: কার্ড সমস্যার কারণে বিশ্বনাথ ঘোষ নেই। তাই মেহেদী হাসান মিঠুর একাদশে জায়গা করে নিতে সহজ হয়। কিন্তু ম্যাচে এক দুঃসহ অভিজ্ঞতা বরণ করে নিতে হলো তাকে। বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই গোলে হেরেছে বাংলাদেশ। দুই গোলের পেছনে মেহেদীর দায় আছে কিছুটা। প্রথমটি আত্মঘাতী গোল হয়েছে। পরেরটিতে অবশ্য হেড ক্লিয়ার করার আগেই মাটিতে লুটিয়ে পড়েন মোহামেডান ডিফেন্ডার। বিশেষ করে আত্মঘাতী গোলটি মিঠুর হৃদয়কে বেশি দগ্ধ করছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন সেন্টার ব্যাক নিয়ে একাদশ সাজিয়েছিলেন হাভিয়ের কাবরেরা। রক্ষণভাগকে দৃঢ় করতে তারিক কাজী, তপু বর্মণের সঙ্গে রেখেছেন মেহেদীকেও। এর সঙ্গে দুই সাইডব্যাক তো ছিলেনই। তবে পুরো ম্যাচে বাংলাদেশ দল ভালো করলেও প্রথমার্ধে এক আত্মঘাতী গোল খেয়ে সর্বনাশ হয়ে যায়। মেহেদী সকারুদের লক্ষ্যে নেওয়া শট প্রতিহত করতে গিয়ে পা বাড়িয়ে বলের গতি পরিবর্তন করে দেন। তাতেই বল জড়িয়ে যায় জালে। এমন আত্মঘাতী গোলের পর ম্যাচশেষে রাতে ঠিকমতো ঘুমাতেও সমস্যা হয়েছে মেহেদীর।এই ডিফেন্ডার বলেছেন, ‘আমি ঘুণাক্ষরে বুঝতে পারিনি এভাবে গোল খেতে হবে। আত্মঘাতী গোলে আমরা পিছিয়ে পড়বো। আমি তো ওদের লক্ষ্যে নেওয়া শটটি পা বাড়িয়ে ক্লিয়ার করতে চেয়েছিলাম। যেন বলটি পোস্টের দিকে না যায়। কিন্তু মন্দ ভাগ্য। বল কিনা গতিপথ পাল্টে মিতুলের বিপরীত দিক দিয়ে জড়িয়ে গেল জালে! আসলে এমন গোল দেখে আমি নিজেই হতভম্ব হয়ে পড়েছিলাম। এটা কীভাবে হলো!’ বিরতির পর দ্বিতীয় গোল নিয়েও মেহেদীর ব্যাখ্যা, ‘ওই সময় কর্নার থেকে উড়ে আসা বলটি হেড করার আগে প্রতিপক্ষের খেলোয়াড় আমাকে পুশ করলে মাটিতে লুটিয়ে পড়ি। তখন কিছুই করার ছিল না। আসলে গোলগুলোর জন্য খারাপ লাগছে। তা নাহলে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে গেছি।’ আত্মঘাতী গোলের পর কাবরেরার সঙ্গে মেহেদীর কথা হয়েছে। মেহেদী নিজেই বলেছেন, ‘কোচ আমাকে বলেছেন এমনটা ম্যাচে হতেই পারে। সবাই আমরা ভালো খেলেছি। মন খারাপ করার কিছু নেই। তবে যাই বলেন না কেন আত্মঘাতী গোল হওয়ার পর অনেক কষ্ট হচ্ছে। বারবারই সেই দৃশ্য মনে পড়ছে।’ কাতারে ১১ জুন বিশ্বকাপ বাছাইয়ে গ্রæপে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। গতকাল শুক্রবার বিকালে রওনা হবে। সেই দলে মেহেদীর জায়গা হয়নি। বিশ্বনাথ ও মজিবর রহমান জনি যাচ্ছেন। এ ছাড়া মিডফিল্ডার মোহাম্মদ আব্দুল্লাহ ও রাব্বি হোসেন রাহুলও বাদ পড়েছেন। মেহেদী বাদ পড়ে দুপুরেই হোটেল ছেড়েছেন। বাদ পড়া নিয়ে বলেছেন, ‘আমার হালকা চোট ছিল। এ ছাড়া কেন বাদ পড়েছি বলতে পারছি না। ইচ্ছে ছিল পরের ম্যাচও খেলার। এখন হয়নি।’


এই বিভাগের আরো খবর