সর্বশেষ :
ইসরাইলকে হামাস আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিল সীমান্তে ভারী অস্ত্র ও মাইন অপসারণ শুরু করেছে থাইল্যান্ড-কম্বোডিয়া বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ভারতে ২০ জন নিহত তেহরানের খেলনা জাদুঘর : শৈশব স্মৃতির জীবন্ত ভুবন নাইজেরিয়ার নোবেল বিজয়ী ওলে সোয়িঙ্কার মার্কিন ভিসা বাতিল জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন: ফ্লাইট বন্ধ আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত কক্সবাজারের গহীন পাহাড়ে পাচারকারীদের ‘গোপন বন্দিশালা’,টেকনাফে নারী-শিশুসহ ২৫ জন উদ্ধার সরকারি নয়, বেসরকারি প্রাথমিক শিক্ষার্থীরাও দিতে পারবে বৃত্তি পরীক্ষা মালিবাগে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, পলাতক স্বামী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মার্শ কেমন আছেন ?

প্রতিনিধি: / ১৮২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩১ মে, ২০২৪

স্পোর্টস: টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই মিচেল মার্শকে পাচ্ছে অস্ট্রেলিয়া। তবে শুরুতে অলরাউন্ডার হিসেবে খেলা হচ্ছে না তার। অন্তত প্রথম ম্যাচে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন অস্ট্রেলিয়া অধিনায়ক। আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বের দুই ম্যাচ শেষে মার্শের চোটের সবশেষ অবস্থা জানান অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ব্যাটিং ও ফিল্ডিংয়ে কোনো সমস্যা না হলেও, এখনই বোলিংয়ে ফেরার পর্যায়ে নেই ৩২ বছর বয়সী অলরাউন্ডার। এপ্রিলের শুরুতে আইপিএল চলাকালে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মার্শ। ফলে ওই টুর্নামেন্টে আর খেলা হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্ব দিয়ে শুধু ব্যাটসম্যান পরিচয়ে মাঠে ফেরেন পেস বোলিং অলরাউন্ডার। ত্রিনিদাদে নামিবিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ১৪ বলে ১৮ রান করে রান আউট হন মার্শ। একই মাঠে বৃহস্পতিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৭ রান তাড়া করতে নেমে ৪ বলে ৪ রানে থামে তার ইনিংস। ব্যাটিংয়ে প্রস্তুতিটা তেমন না হলেও দুই ম্যাচেই ফিল্ডিং করে বিশ্বকাপের শুরু থেকেই খেলার অবস্থায় পৌঁছেছেন মার্শ। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বোলিং শুরুর জন্য আরও অপেক্ষার কথা বলেন ম্যাকডোনাল্ড। “মিচেলের জন্য প্রস্তুতি ম্যাচগুলো ছিল তার শরীরের অবস্থা বোঝার মঞ্চ। গত বৃহস্পতিবার সে আরও বেশি ওভার ফিল্ডিং করেছে। তার নড়াচড়া আরও সাবলীল ছিল। এটি থেকে সে আরও আত্মবিশ্বাস পাচ্ছে।” “পুরোটা দেখে বোঝা যাচ্ছে সে প্রথম ম্যাচ খেলার জন্য প্রস্তুত। দ্বিতীয় বিষয় হলো কবে তার বোলিং করার অবস্থা ফিরবেৃ সেটি প্রথম ম্যাচে হবে না।” প্রস্তুতি পর্বের দুই ম্যাচে পুরো স্কোয়াড পায়নি অস্ট্রেলিয়া। আইপিএলে টানা খেলার মধ্যে থাকায় ৬ ক্রিকেটারকে সংক্ষিপ্ত ছুটি দিয়েছে তারা। তাই ৯ ক্রিকেটার নিয়েই খেলেছে দুই ম্যাচ। ফিল্ডিংয়ের সময় মাঠে নামতে হয়েছে নির্বাচক-কোচদের। ক্রিকেটার সংকট নিয়েও নামিবিয়ার বিপক্ষে ১০ ওভারে ১২০ রান তাড়া করে ফেলে অস্ট্রেলিয়া। তবে পরের ম্যাচে আর জয় পায়নি তারা। ক্যারিবিয়ানদের ২৫৭ রানের জবাবে ৯ জনের অস্ট্রেলিয়া থামে ২২২ রানে। বারবাডোজে বিশ্বকাপের মূল পর্বে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ৫ জুন (বাংলাদেশ সময় ৬ জুন ভোর সাড়ে ৬টা), ওমানের বিপক্ষে। বি গ্রæপে তাদের অন্য তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড।

 

 


এই বিভাগের আরো খবর