সর্বশেষ :
প্রাক্তন সংসদ সদস্য নূর আফরোজ আলীর ইন্তেকাল বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট জেলা শাখার শোক ও শ্রদ্ধাঞ্জ‌লি সশরীরেই আসতে হবে সেনাদের—ভার্চ্যুয়ালি হাজিরার আবেদন খারিজ আগামীর দেশ কেমন দেখতে চাই—ইঙ্গিত দিবে নির্বাচন: ইসি সানাউল্লাহ ৪.১ মাত্রার ভূমিকম্পে আবারও কাঁপল ঢাকা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি চলছে রামপুরায় ২৮ হত্যা: ট্রাইব্যুনালে ২ সেনা কর্মকর্তা শুক্রবার সারা দেশে খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাবা হচ্ছেন সুপারম্যানখ্যাত হেনরি ক্যাভিল

প্রতিনিধি: / ২২৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

বিনোদন:  রিবুট করা হয়েছে ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স। জেমস গান এবং পিটার সাফরানের নির্দেশে প্রায় পুরানো সকল অভিনেতাকে বাদ দেওয়া হয়েছে। প্রাক্তন ডিসি ইউনিভার্সে সুপারম্যানের অভিনয় করতেন হেনরি ক্যাভিল। নেটিজেনদের মতে তিনি ছিলেন ‘পারফেক্ট সুপারম্যান’। তবুও ধর্তাকর্তাদের নির্দেশে চরিত্রটি ছাড়তে হয়েছে। শুধু রয়ে গেছে সুপারম্যান চরিত্রে হেনরির অভিনীত ম্যান অব স্টিল, জাস্টিস লীগ এবং ডার্ক নাইট ট্রিলজি সিনেমাগুলো। তবে অতীত ভুলে সামনে এগিয়ে চলছেন অভিনেতা। ব্যক্তিগত এবং পেশাগত দুইক্ষেত্রেই তার নতুন ধাপ শুরু হতে চলেছে। গুঞ্জন রয়েছে শিগগিরই মার্ভেলের কোনো সুপার পাওয়ারড বিয়িং-এর চরিত্রে দেখা যাবে তাকে। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এক নতুন অভিজ্ঞতার স্বাদ নিতে চলেছেন তিনি। হেনরি ক্যাভিল এবং তার বান্ধবী নাটালি ভিসকুসো দীর্ঘদিন ধরে একত্রে রয়েছেন। ৩ বছরের সম্পর্কে একসঙ্গে আছেন এই তারকা দম্পতি। তবে প্রাক্তন এই সুপারম্যান এবার প্রথমবার বাবা হতে চলেছেন। স¤প্রতি সকলের সামনে এই সুখবর দেন তারকা দম্পতি। ভক্তরা প্রথম এই ব্যাপারে জানতে পারেন, যখন নাটালি একটি কালো ড্রেস পরে হেনরির সঙ্গে ডেটে যান। সেখানে তার বেবিবাম্প স্পষ্ট নজরে পড়ে। নেটিজেনরা এই দম্পতিকে অভিনন্দন জানান। ৪০ বছর বয়েসি হেনরি মিডিয়ার সামনে তার অনুভ‚তি প্রকাশ করেন। স¤প্রতি এই হলিউড তারকা একটি প্রিমিয়ারে যোগ দিয়েছিলেন। নিউ ইয়র্ক সিটিতে ‘দ্য মিনিস্ট্রি অব আনজেন্টালম্যানলি ওয়্যারফেয়ার’ এর সেই প্রিমিয়ারি প্রথম সন্তান নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন। সাক্ষাৎকারে তিনি নিজের উত্তেজনা প্রকাশ করেন। অভিনেতা বলেন, তিনি এবং নাটালি দু’জনেই বেশ উত্তেজিত। তিনি এও বলেন, সকলের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। সাক্ষাৎকার শেষে হেনরি একজন ভালো বাবা হবেন এমন শুভ কামনা জানান সাংবাদিক। এতে হেসে ওঠেন অভিনেতা।


এই বিভাগের আরো খবর