সর্বশেষ :
প্রাক্তন সংসদ সদস্য নূর আফরোজ আলীর ইন্তেকাল বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট জেলা শাখার শোক ও শ্রদ্ধাঞ্জ‌লি সশরীরেই আসতে হবে সেনাদের—ভার্চ্যুয়ালি হাজিরার আবেদন খারিজ আগামীর দেশ কেমন দেখতে চাই—ইঙ্গিত দিবে নির্বাচন: ইসি সানাউল্লাহ ৪.১ মাত্রার ভূমিকম্পে আবারও কাঁপল ঢাকা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি চলছে রামপুরায় ২৮ হত্যা: ট্রাইব্যুনালে ২ সেনা কর্মকর্তা শুক্রবার সারা দেশে খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রাক্তন সংসদ সদস্য নূর আফরোজ আলীর ইন্তেকাল

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

ফকিরহাট  প্রতিনিধি : ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামের বাসিন্দা প্রাক্তন গণপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম সেখ আলী আহম্মেদ এর সহধর্মিণী বাগেরহাটের সংরক্ষিত আসনের প্রাক্তন সংসদ সদস্য নূর আফরোজ আলী ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন।

তিনি বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দেড়টার দিকে আট্টাকা ঈদগাহ ময়দানে মরহুমার জানাযার নামাজ শেষে আট্টাকা জামে মসজিদের পাশে অবস্থিত স্বামীর কবরের পাশে তার দাফন কার্য সম্পন্ন হয়। তার জানাযা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংরক্ষিত মহিলা আসনের প্রাক্তন সংসদ সদস্য নূর আফরোজ আলী ২৫ জানুয়ারী-২০০৯ থেকে ২৪ জানুয়ারী-২০১৪ পর্যন্ত ৯ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৪ থেকে মনোনীত হয়ে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি খুলনা মহিলা লীগের সভানেত্রী ছিলেন।


এই বিভাগের আরো খবর