সর্বশেষ :
ব্যাটে-বলে দেশিদের রাজত্ব, বিপিএলের দ্বাদশ আসরে উজ্জ্বল স্থানীয় ক্রিকেটাররা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলো আইসিসি রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ মির্জগঞ্জে সমবায় মাধ্যমিক বিদ্যালয় ৩ দিনব্যাপী বার্ষিক ক্রিড়ার উদ্বোধন  পিরোজপুর-১ আসনে ধানরে শীষরে র্প্রাথীর সঙ্গে বীর মুক্তেিযাদ্ধাদরে মতবনিমিয় সভা নিউজিল্যান্ডে ভূমিধসে নিখোঁজদের খোঁজে তল্লাশি স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলে তেলের ডিপোতে আগুন ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ও শীতকালীন ঝড়ের শঙ্কা, ১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মুশফিক-নাজমুলরা ছুটি কাটিয়ে মাঠে ফিরলেন

প্রতিনিধি: / ২৬১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: সাধারণত দেশের বাইরে খেলা হলে পরিবারের সঙ্গে ঈদ কাটানো হয় না জাতীয় দলের ক্রিকেটারদের। এবার ফাঁকা সূচি থাকায় বেশিরভাগ ক্রিকেটারই গ্রামের বাড়িতে পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উপভোগ করেছেন। ঈদের আমেজ পুরোপুরি না কাটলেও ঢাকায় ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা। আগামী মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ব্যস্ততা তো আছেই। তার আগে ক্রিকেটাররা মাঠে নেমেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। গতকাল সোমবার শুরু হয় হয়েছে অষ্টম রাউন্ড। মিরপুরে আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। এই ম্যাচ দিয়ে আঙুলের চোট কাটিয়ে মাঠে ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এবার প্রাইম ব্যাংকের হয়ে খেলছেন তিনি। ফতুল্লায় শেখ জামালের প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্রিকেট ক্লাব। আরেক ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ মুখোমুখি গাজী টায়ারসের বিপক্ষে। ঢাকা প্রিমিয়ার লিগের ফাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ফিটনেস টেস্ট দেবেন স্কোয়াডের ভাবনায় থাকা ক্রিকেটাররা। এরপর আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যথাক্রমে ৩, ৫ ও ৭ মে। শেষ দুই টি-টোয়েন্টি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আগামী ১০ ও ১২ মে।


এই বিভাগের আরো খবর