সর্বশেষ :
সাবেক ছাত্রনেতা নাজমুল হুদা মিন্টুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  পাইকগাছার আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ে নিহত ২৩ ইসলামবিরোধী প্রচারণা চালানোয় ইসরায়েলি নাগরিকের ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে ২৩ সেনাসদস্যের মৃত্যু রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২, অনেকেই আহত নথিপত্রহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ করার ঘোষণা স্পেনের ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধরত সেনাদের পরিদর্শনে রাশিয়ার সেনা প্রধান হাইব্রিড গাড়ি ২০২৫ সালে ইউরোপে গ্রাহক পছন্দের শীর্ষে ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধে বিল পাস
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নিজস্ব উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র: ইসি সচিব

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বুধবার নির্বাচন ভবনে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বললেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য স্বতন্ত্র (ইন্ডিপেন্ডেন্ট) একটি প্রতিনিধি দল পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে তারা নির্বাচন কমিশনের তালিকাভুক্ত প্রথাগত ‘ফরমাল অবজার্ভার’ নয়। ওই প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মকর্তা নিজস্ব উদ্যোগে ভোটের অবস্থা পর্যবেক্ষণ করবেন।”

সচিব আখতার আহমেদ বলেন, “মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনা- এই চার অঞ্চলে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তারা জানিয়েছেন তারা স্বতন্ত্রভাবে যাবেন। আমরা বলেছি, এতে আমাদের কোনো অসুবিধা নেই। তারা কোথায় কোথায় যাবেন, সেই তালিকা আমাদের কাছে দেবেন বলে জানিয়েছেন। তালিকা পেলে আমরা প্রয়োজনীয় সহযোগিতা (ফ্যাসিলিটেট) করব। ভোটের দিন যান চলাচল সীমিত থাকার বিষয়ে প্রতিনিধি দল জানতে চাইলে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। কত সময়ের জন্য এবং কোন কোন যানবাহনের ওপর নিষেধাজ্ঞা থাকবে, তা মন্ত্রণালয়ই নির্ধারণ করবে।”

বৈঠকে ব্যালট পেপারের আকার-আকৃতি এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পর্কে মার্কিন প্রতিনিধিদেরকে ধারণা দেওয়া হয়েছে উল্লেখ করে সচিব বলেন, পুরো প্রক্রিয়াটি তারা পর্যবেক্ষণ করেছেন এবং মন্তব্য করেছেন যে এটি বেশ জটিল ও কষ্টসাধ্য কাজ। তবে, তারা পুরো ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

আচরণবিধি লঙ্ঘন নিয়ে মার্কিন প্রতিনিধিদের কোনো সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ছিল কি না- এমন প্রশ্নে তিনি বলেন, তারা কোনো অভিযোগ করেননি। বরং, আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম বা আমরা কীভাবে অভিযোগগুলো নিষ্পত্তি করছি, তা জানতে চেয়েছেন। আমরা তাদের জানিয়েছি যে আমাদের কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল, ইনকোয়ারি কমিটি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠ পর্যায়ে কাজ করছেন। আজও একটি জেলা থেকে অভিযোগ এসেছে, যা দ্রুত নিষ্পত্তির জন্য আমরা রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছি।


এই বিভাগের আরো খবর