মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাগ-অণুরাগ

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

মাহফুজ রেজা
কথায় কথায় দিচ্ছ খোটা
বলছ-ছোটলোক,
বাবার বাড়ী যাচ্ছি চলে
শান্তি তোমার হোক।
আজকাল তো কথায় কথায়
গায়ে তোল হাত,
তাই তো আমি যাচ্ছি চলে
ভাঙ্গছে মনের বাঁধ।
সারাক্ষণই সেল ফোনটা
ব্যাস্ত থাকে দেখি,
ভাবছ আমি মুর্খ,বোকা
আমড়া কাঠের ঢেঁকি।
বিয়ের আগে বলতে-জানু
ময়না,কোকিল,টিয়া,
ও সব এখন ভুলছ সবই
হইছে যখন বিয়া।
কলেজ কামাই দিয়ে মোরা
ঘুরছি যথা তথা,
এখন কোথা চাইলে যেতে
ধরে তোমার মাথা।
বিয়ের আগে মোবাইল ফোনে
নিত্য দিতে লোড,
এখন লোডের বললে কথা
উল্টে ফেল ঠোট।
যখন তখন না চাহিতে
দিতে নানান গিফট,
এখন কিছু চাইলে আমি
অমনি পড় ফিট।
বাড়ী আস ম্যালা রাইতে
এসেই নিদ্রা যাও,
ভাবছ আমি অঘা মুর্খ
বুঝছি তোমার বাও।
শুক্র কিংবা ছুটির দিনে
ডুবে থাক নেটে,
ভাল কথা বলতে গেলে
অমনি উঠ চটে।
অনেক প্যাঁচাল পাড়ছি আমি
এবার তবে আসি,
এত কিছুর পরেও কিন্তু
তোমায় ভালবাসি।


এই বিভাগের আরো খবর