পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর-১ সংসদীয় আসনরে ধানরে শীষরে র্প্রাথীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদরে এক
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) পিরোজপুর জলো
মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডরে সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। মতবিনিময়
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাদল এবং সঞ্চালনা করনে মির্জা
জহুরুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত র্প্রাথী
আলমগীর হোসেন। সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরু দিদা মো. খালদে রবি,
জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম
সাইদুল ইসলাম কিসমত, অ্যাডভোকেট আবুল কালাম আকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল
সালাম বাতেনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা। মতবিনিময় সভায় মহান মুক্তিযুদ্ধের
চেতনা, দেশের গণতান্িত্রক ধারা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং র্বতমান রাজনৈতিক
প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।