শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ক্রিকেট সবকিছুর ঊর্ধ্বে : বিজয়

প্রতিনিধি: / ১২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। ফলে বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে অনুরোধ করেছিল তারা। দফায় দফায় বিসিবির সঙ্গে আলোচনা করেও শেষ পর্যন্ত ভারতেই খেলার কথা জানায় আইসিসি। সভায় বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে এক দিনের সময় বেঁধে দিয়েছে তারা। কিন্তু ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না-এই অবস্থানেই অনড় রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরং আইসিসির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারতে গিয়ে খেলার পক্ষে-বিপক্ষে অনেকেরই মত আছে। জাতীয় দলে খেলা এনামুল হক বিজয় এক ফেসবুক পোস্টে বিশ্বকাপ খেলার পক্ষে মত দিয়েছেন। তার মতে, খেলাকে সবকিছুর উর্ধ্বে রাখা উচিত। বিজয় লিখেছেন, ‘একটি বিশ্বকাপে খেলা পুরো দেশের স্বপ্ন, একজন ক্রিকেটারের স্বপ্নই থাকে বিশ্বকাপে খেলা, পরবর্তী প্রজন্মের স্বপ্ন বিশ্বকাপে খেলা। খেলা-ধূলা সবকিছুর উর্ধ্বে।’ গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ ভার্চুয়াল এক সভায় বসেছিল আইসিসি। যেখানে পূর্ণ সদস্য সকল দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন মিটিংয়ে। এই আলচনায় অংশ নেওয়া বেশির ভাগ সদস্যই বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার পক্ষে মত দিয়েছে। আর বাংলাদেশ যদি না খেলে তাহলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।


এই বিভাগের আরো খবর