সর্বশেষ :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের নতুন উদ্যোগ

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

বিদেশ : টিকটক যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি যৌথ প্রতিষ্ঠান গঠন করেছে। গত বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে তারা। এই যৌথ প্রতিষ্ঠানের অধিকাংশ মালিকানা থাকবে আমেরিকানদের হাতে। ফলে চীনা মালিকানার কারণে নিষেধাজ্ঞার হুমকি থেকে কোম্পানিটি রক্ষা পেয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ‘টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি’ নামে নতুন এই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে ২০ কোটি ব্যবহারকারী ও ৭৫ লাখ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সেবা দেবে। কোম্পানি আরও জানিয়েছে, এতে কঠোর ডেটা সুরক্ষা, অ্যালগরিদম নিরাপত্তা ও কনটেন্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করা হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে পাস হওয়া এক আইনে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে টিকটকের মার্কিন অংশ বিক্রি করে দিতে বলা হয়েছিল, অন্যথায় যুক্তরাষ্ট্রে এটি নিষিদ্ধ করার বিধান ছিল। নতুন এই কাঠামোর মাধ্যমে সেই আইনি জটিলতার অবসান হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং কৃতিত্ব দাবি করেছেন। একই সঙ্গে এ চুক্তিতে অনুমোদন দেওয়ার জন্য তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘টিকটককে বাঁচাতে সাহায্য করতে পেরে আমি খুব খুশি। এখন এটি বিশ্বের সবচেয়ে বড় দেশপ্রেমিক আমেরিকান বিনিয়োগকারীদের হাতে থাকবে এবং গুরুত্বপূর্ণ কণ্ঠ হয়ে উঠবে।’ বাইটড্যান্স নতুন প্রতিষ্ঠানে ১৯ দশমিক ৯ শতাংশ শেয়ার ধরে রেখেছে। আইন অনুযায়ী মালিকানা ২০ শতাংশের নিচে রাখতে হবে। তিন বিনিয়োগকারী— সিলভার লেক, ওরাকল ও আবুধাবিভিত্তিক এআই বিনিয়োগ তহবিল এমজিএঙ্ প্রত্যেকের হাতে ১৫ শতাংশ করে শেয়ার থাকবে। ওরাকলের নির্বাহী চেয়ারম্যান ল্যারি এলিসন ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ট সহযোগী। অন্য বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ডেল ফ্যামিলি অফিস, সাসকুহানা ইন্টারন্যাশনাল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান, জেনারেল আটলান্টিক ও আরও কয়েকটি বিনিয়োগ সংস্থা। এই যৌথ উদ্যোগটি মূলত মার্কিন ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা ও কন্টেন্ট মডারেশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখবে। তবে ই-কমার্স ও বিজ্ঞাপনের মতো আন্তর্জাতিক ব্যবসায়িক কার্যক্রমগুলো টিকটকের বৈশ্বিক কর্তৃপক্ষই পরিচালনা করবে। টিকটক জানিয়েছে, মার্কিন ব্যবহারকারীদের সমস্ত তথ্য ওরাকলের সুরক্ষিত ক্লাউড সার্ভারে জমা থাকবে এবং তৃতীয় পক্ষের বিশেষজ্ঞ দিয়ে নিয়মিত এর সাইবার নিরাপত্তা নিরীক্ষা করা হবে। সাত সদস্যের একটি পরিচালনা পর্ষদ এই নতুন প্রতিষ্ঠানটি চালাবে, যার অধিকাংশ সদস্যই হবেন আমেরিকান। টিকটকের বর্তমান সিইও শাউ চিউ এই পর্ষদে থাকছেন। নতুন এই প্রতিষ্ঠানের সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন টিকটক নির্বাহী অ্যাডাম প্রেসার। এছাড়া নতুন এই প্রতিষ্ঠানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন উইল ফেরেল। ২০২৪ সালের ঐ আইনে আশঙ্কা করা হয়েছিল যে, চীন এই অ্যাপটি ব্যবহার করে আমেরিকানদের তথ্য চুরি বা জনমতে প্রভাব ফেলতে পারে। তবে ট্রাম্প তরুণ ভোটারদের মধ্যে টিকটকের জনপ্রিয়তার কথা মাথায় রেখে নির্বাহী আদেশের মাধ্যমে বারবার নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়েছিলেন, যার শেষ মেয়াদ ছিল ২২ জানুয়ারি। এদিকে, গত সেপ্টেম্বরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে টিকটকের নতুন প্রতিষ্ঠানটির মূল্য প্রায় ১৪ বিলিয়ন ডলার হতে পারে। তবে চূড়ান্ত মূল্য নির্ধারণ করবে বিনিয়োগকারীরা। একই সময়ে ট্রাম্প জানিয়েছিলেন যে চীনের সাথে একটি নতুন চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে, যা মার্কিন আইনের সব শর্ত পূরণ করবে। প্রেসিডেন্ট ট্রাম্প এই পুরো প্রক্রিয়ায় বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ল্যারি এলিসনের বড় ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। এলিসন বর্তমানে ট্রাম্পের মধ্যস্থতায় ওপেনএআই-এর মতো বড় এআই প্রকল্পে কাজ করছেন। পাশাপাশি তিনি তার ছেলে ডেভিডের প্যারামাউন্ট অধিগ্রহণ ও নেটফ্লিঙ্রে সঙ্গে পাল্লা দিয়ে ওয়ার্নার ব্রাদার্স কেনার লড়াইয়েও বিশাল অর্থায়ন করছেন।


এই বিভাগের আরো খবর