সর্বশেষ :
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে লেবার পার্টি

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠিত হয়েছিল ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’। তবে আকস্মিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দেয়। ১১ দলীর আসন সমঝোতার সেই জোট হয়ে যায় ১০ দলের। তবে নতুন করে জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি। আজ শনিবার (২৪ জানুয়ারি) লেবার পার্টি যুক্ত হলে আবার ১১ দলীয় জোটই হবে। 

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নে আয়োজিত পথসভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ শুক্রবার (২৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতার বক্তব্যে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। খোদ বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরানও এমন ইঙ্গিত দিয়েছেন।

১০ দলীয় নির্বাচনী ঐক্যের জোটে যুক্ত হচ্ছে লেবার পার্টি। এমন কথা চাউর হয়েছে। আপনারা কী সত্যিই যাচ্ছেন? এমন প্রশ্নে ড. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘কথাবার্তা চলছে।’

তিনি বলেন, ‘আমি নিজে নির্বাচনে এবার নেই, তবে আমাদের দলীয় ১৫ জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন নিয়ে ওইভাবে এখন কিছু করা সম্ভব না। ১০ দলীয় জোটে যাওয়ার কথাবার্তা হচ্ছে। দেখি আপনারা জানতে পারবেন। হয়ত আজকে (গতকাল শুক্রবার) বা কাল জানতে পারবেন।’

ইরান বলেন, ‘আমি এখনো পুরোপুরি নিশ্চিত না, তবে যদি যাওয়ার সিদ্ধান্ত হয় তাহলে জানাব।’

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম নেয় ইসলামপন্থি দলগুলোর ঐক্য নিয়ে। বিভিন্ন বিষয়ে দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও ৫ আগস্টের পর শীর্ষ নেতারা ইসলামপন্থিদের এক হয়ে নির্বাচন করার কথা বলেন।

২০২৫ সালের ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় কর্মী সমাবেশের উদ্দেশ্যে বরিশাল সফর করেন। সফরকালে চরমোনাইর পীরের দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন।


এই বিভাগের আরো খবর