বিনোদন: অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়োকে নিয়ে বহুদিনের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে জেমস ক্যামেরনের। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে জনপ্রিয় সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘অ্যাভাটার ৪’-এ দেখা যাবে মিশেল ইয়োকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন নির্মাতা জেমস ক্যামেরন। তাইওয়ানের সংবাদমাধ্যম টিভিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ‘যদি আমরা অ্যাভাটার ৪ বানাতে পারি, তাহলে মিশেল অবশ্যই সেই সিনেমায় থাকবে।’ একই সঙ্গে তিনি স্বীকার করেন, ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তৃতীয় পর্বের সাফল্যের ওপর। জেমস ক্যামেরনের ভাষায়, এই মুহূর্তে সিনেমা ইন্ডাস্ট্রি চাপের মধ্য দিয়ে যাচ্ছে। অ্যাভাটার ৩ বানাতে বিপুল অঙ্কের অর্থ খরচ হয়েছে। ফলে বঙ্ অফিসে ভালো ফল না হলে পরের পর্বগুলো এগোনো কঠিন হয়ে পড়বে। তিনি আরও জানান, অ্যাভাটার যদি চতুর্থ কিস্তিতে পৌঁছায়, তাহলে চতুর্থ ও পঞ্চম পর্ব একসঙ্গে শুট করার পরিকল্পনা রয়েছে। কারণ, পরের দুটি সিনেমা মিলেই একটি বড় গল্পের ধারাবাহিক অংশ হিসেবে তৈরি হবে। আগের কিস্তিগুলোর ক্ষেত্রেও এমন কৌশল নেওয়া হয়েছিল। অ্যাভাটার সিরিজের গল্প শেষ হওয়ার কথা মোট পাঁচটি সিনেমায়। এর মধ্যে তিনটি কিস্তি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং প্রতিটিই বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে। তবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির আগে এবং পরের কয়েক দিনে ছবিটি বঙ্ অফিসে কতটা সাড়া ফেলবে, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। সেই সময় ক্যামেরন নিজেও পরবর্তী কিস্তিগুলোর নির্মাণ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। এই আশঙ্কা আপাতত অনেকটাই কাটতে শুরু করেছে। কারণ, এরই মধ্যে ‘অ্যাভাটার ৩’ বিশ্বজুড়ে প্রায় দেড় বিলিয়ন ডলার ব্যবসা করেছে। এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকলে ফ্র্যাঞ্চাইজির পরের অধ্যায় এগিয়ে নিতে আর বড় কোনো বাধা থাকবে না বলে মনে করছেন নির্মাতা। সবকিছু ঠিক থাকলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োকে দেখা যাবে পাকটুয়েলাট নামের একটি চরিত্রে। এই চরিত্রটি নাভি জাতির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে গল্পে বড় ভূমিকা রাখবে বলে জানা গেছে। দীর্ঘদিনের অপেক্ষার পর জেমস ক্যামেরন ও মিশেল ইয়োর এই সম্ভাব্য সহযোগিতা তাই দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।