রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তামান্নার নাচে ঝড়, ‘আজ কি রাত’ ছাড়াল ১০০ কোটি ভিউ

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

বিনোদন: হরর-কমেডি সিনেমা ‘স্ত্রী ২’র আলোচিত গান ‘আজ কি রাত’ ইউটিউবে এক বিলিয়ন, অর্থাৎ ১০০ কোটি ভিউ অতিক্রম করে নতুন মাইলফলক ছুঁয়েছে। মুক্তির শুরু থেকেই তামান্না ভাটিয়ার ভিন্নধর্মী নাচ ও অভিব্যক্তির কারণে গানটি দর্শকদের আলাদা করে নজর কাড়ে। কয়েক মাসের মধ্যেই এটি ভারতের সিনেমার আইটেম গানের তালিকায় ব্যতিক্রমী সাফল্যের উদাহরণ হয়ে উঠেছে। গানটি মুক্তির পরপরই অল্প সময়ের মধ্যে ৫০০ মিলিয়নের বেশি ভিউ পেয়েছিল। সেখান থেকেই ধারাবাহিকভাবে বাড়তে থাকে জনপ্রিয়তা। তামান্নার নাচের স্টাইল, ক্যামেরার ব্যবহার এবং সুরের সঙ্গে তাল মিলিয়ে উপস্থাপন গানটিকে সোশ্যাল মিডিয়াতেও ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। এই বিশেষ সাফল্যের কথা জানিয়ে গত শুক্রবার নিজের ইনস্টাগ্রামে উচ্ছ্বাস প্রকাশ করেন তামান্না ভাটিয়া। তিনি গানটির শুটিংয়ের সময়কার কিছু পর্দার আড়ালের ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, “প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ। সব ভালোবাসার জন্য ধন্যবাদ।” শেয়ার করা ভিডিওগুলোর একটিতে দেখা যায়, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী ও টিমের সঙ্গে মনিটরে নিজের নাচ দেখছেন তামান্না। সেখানে শটটির প্রশংসা করলে মজা করে বিজয় গাঙ্গুলী আরেকটি টেক নেওয়ার কথা বলেন। জবাবে হাসিমুখে তামান্না বলেন, “না!”অন্য একটি ক্লিপে তাঁর সঙ্গে নাচতে দেখা যায় রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে। ‘আজ কি রাত’ গানে তামান্না ভাটিয়ার নজরকাড়া নৃত্য, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং সুরের সঙ্গে আবেগী অভিব্যক্তি একে পূর্ণাঙ্গ একটি আকর্ষণীয় আইটেম গানে রূপ দিয়েছে। গানটি গেয়েছেন মাধুবন্তী বাগচি ও দিব্য কুমার। কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। সুর ও সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় জুটি শচীন-জিগর। অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ ছবিতে আরও অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। মুক্তির পর ছবিটি বঙ্ অফিসে প্রায় ৯০০ কোটি টাকা আয় করে ২০২৪ সালের অন্যতম সফল চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নেয়। এর আগে এক সাক্ষাৎকারে তামান্না মজার একটি অভিজ্ঞতার কথাও শেয়ার করেছিলেন। তিনি বলেন, অনেক মা তাঁকে জানিয়েছেন, এই গান না চললে তাঁদের সন্তান খাবার খেতে চায় না। তামান্নার ভাষায়, “শিশুরা গানের কথা বোঝে না, কিন্তু সুরটা তারা খুব উপভোগ করে।” কাজের দিক থেকে তামান্না এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘ভিভিএএন: ফোর্স অব দ্য ফরেস্ট’ নিয়ে। দীপক মিশ্র ও অরুণাভ কুমার পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ১৫ মে।

 


এই বিভাগের আরো খবর