রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জীবনের গল্প নিজেই লিখলেন অঞ্জন দত্ত

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

বিনোদন: গান, সিনেমা আর সাহিত্যের তিন ভুবনেই যাঁর অবাধ যাতায়াত, সেই অঞ্জন দত্ত এবার নিজের জীবনের গল্পই তুলে ধরলেন বইয়ের পাতায়। এত দিন তাঁর জীবনকথা কখনো কলামে, কখনো অন্যের লেখায় খণ্ড খণ্ডভাবে উঠে এলেও এবার প্রথমবার গুছিয়ে আত্মজীবনী লিখলেন তিনি। সেই ভাবনারই ফল, সদ্য প্রকাশিত বই ‘অঞ্জন নিয়ে’। বইটি প্রকাশ পেয়েছে গত বৃহস্পতিবার প্রকাশ করেছে দে’জ প্রকাশনী। নিজের জীবন, কাজ, সম্পর্ক আর অভিজ্ঞতার নানা অধ্যায় অঞ্জন দত্ত লিখেছেন নিজস্ব ভাষায়। সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয় হলেও অভিনয়, পরিচালনা ও লেখালেখির মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে তিনি বাংলা সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। অঞ্জন দত্তের জন্মদিন ১৯ জানুয়ারি। ৭২ বছর পূর্ণ করে ৭৩ বছরে পা দেওয়ার প্রাক্কালে নিজের এই নতুন সৃষ্টিকে সামনে আনলেন তিনি। জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার কলকাতার পার্কস্ট্রিটের অঙ্ফোর্ড বুক স্টোরে আয়োজন করা হয় ‘বাহাত্তুরে অঞ্জন’ শিরোনামের বিশেষ অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন। তিনিই বইটির মোড়ক উন্মোচন করেন। আত্মজীবনী লেখার সিদ্ধান্ত নিয়ে অঞ্জন দত্ত বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অনুভূতিও বদলে যায়। তাঁর কথায়, “পরে লিখলে হয়তো আমি অতিরিক্ত সেন্টিমেন্টাল হয়ে পড়তাম, আমার সেন্স অব হিউমার কমে যেত। তাই মনে হয়েছে, এটাই উপযুক্ত সময়। স্মৃতিকথা লিখতে হলে সত্যি কথা লিখতে হয়। আমি সেই সত্যি কথাগুলোই লিখেছি।” বইটিতে তাঁর জীবনে আসা বহু খ্যাতিমান মানুষের কথাও তুলে ধরেছেন অঞ্জন দত্ত। তিনি জানান, মৃণাল সেনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা অনেকেই জানেন। তবে সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত ও মজার সম্পর্কের গল্প তেমনভাবে পরিচিত নয়। পাশাপাশি জার্মানিতে কাজ করার অভিজ্ঞতা ও দেশ-বিদেশের নানা অজানা অধ্যায়ও জায়গা পেয়েছে এই আত্মজীবনীতে। অঞ্জন দত্তের বিশ্বাস, এসব গল্পের মধ্য দিয়ে নতুন প্রজন্ম তাঁকে আরও কাছ থেকে চিনতে পারবে। জীবনের শেষভাগে এসে নিজের এই পরিচয়টাই তিনি পাঠকের হাতে তুলে দিতে চেয়েছেন।


এই বিভাগের আরো খবর