রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঈদে আবারও মোশাররফ-নীলা, আসছে ‘বউ প্যারা দেয়’

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

বিনোদন: ঈদকে সামনে রেখে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনয়জুটি মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা। নতুন নাটকের নাম ‘বউ প্যারা দেয়’। কমেডি ঘরানার এই নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে দুজনকে। দাম্পত্য জীবনের খুনসুটি, টানাপোড়েন আর হাস্যরস মিলিয়ে তৈরি হয়েছে ঈদের বিশেষ এই আয়োজন। এর আগে ‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ একাধিক নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠে মোশাররফ-নীলা জুটি। সেই ধারাবাহিকতায় এবার তাঁদের নতুন কাজ ‘বউ প্যারা দেয়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাইফ আহমেদ। সম্প্রতি গাজীপুরের পুবাইল এলাকায় এর শুটিং সম্পন্ন হয়েছে। আসন্ন ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা সাইফ আহমেদ জানান, এটি মূলত একটি দাম্পত্য জীবনের গল্প। তাঁর ভাষায়, “স্বামী-স্ত্রীর সংসারে প্রতিদিনই ছোটখাটো ঘটনা আর ভুল বোঝাবুঝি ঘটে। সেসব বাস্তব পরিস্থিতিকে হাস্যরসের ভেতর দিয়ে দেখানোর চেষ্টা করেছি। বলতে চেয়েছি, সুখী হতে হলে পারস্পরিক আস্থা আর ভালোবাসাই সবচেয়ে জরুরি।” নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, “স্বামী-স্ত্রীর সম্পর্কের অম্ল-মধুর নানা দিক নিয়েই গল্পটা এগিয়েছে। হাসির আড়ালে দর্শক একটা সুন্দর বার্তা পাবে বলে আমার বিশ্বাস।” সহশিল্পী নীলাঞ্জনা নীলাকে নিয়েও কথা বলেন তিনি। মোশাররফের মতে, “নীলার সঙ্গে আগেও কাজ করেছি। সে মন দিয়ে অভিনয়টা করার চেষ্টা করে। এই মনোযোগ থাকলে সামনে আরও ভালো কাজ করবে। তার মধ্যে সেই সম্ভাবনা আমি দেখি।” অন্যদিকে নীলাঞ্জনা নীলা জানান, মোশাররফ করিমের সঙ্গে কাজ করাটা তাঁর জন্য বরাবরই শেখার অভিজ্ঞতা। তিনি বলেন, “তিনি এত বড় মাপের অভিনেতা হয়েও সেটে ভীষণ সাধারণ। প্রতিটি দৃশ্যে তাঁর অভিনয় আমাকে মুগ্ধ করে। কীভাবে অভিনয়টা আরও গভীর করা যায়, চরিত্রকে নিজের করে নেওয়া যায়, সে বিষয়ে তাঁর পরামর্শগুলো আমাকে সমৃদ্ধ করেছে। আমাদের আগের নাটকগুলো দর্শক পছন্দ করেছে। আশা করছি, এই নাটকটিও সবার ভালো লাগবে।” ‘বউ প্যারা দেয়’ নাটকে আরও অভিনয় করেছেন জয়রাজ, সান্ত্বনা ও সাজ্জাদ সাজু।


এই বিভাগের আরো খবর