মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

লজ্জা

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মাহফুজ রেজা
বিরোধী দল
নামলে মাঠে
পুলিশে দেয় প্যাদানী,
কাউকে আবার
শ্রী ঘরে নেয়
টানিতে জেলের ঘানি।
কারও আবার
মাথায় মারে
খুন ঝরে দেহ বেয়ে,
মরার উপর
আরও মারে
সঙ্গীরা আসে ধেয়ে।
কারও দেহে
রাবার বুলেট
দেহ টা হয় রক্তে লাল,
কারও আবার
লাঠির ঘায়ে
উপরে ফেলে গায়ের ছাল।
সুশীল সমাজ
লজ্জা পেয়ে
লুকায় গিয়ে ঘরের কোণ,
আম জনতা
গুমরে কাঁদে
কান টি পেতে সবাই শোন।
গণতন্ত্রের
তন্ত্র আছে
গণ রা সব কোথাও নাই,
আগের দলে
যা করেছে
আমরা কেন করব তাই?


এই বিভাগের আরো খবর