বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৬০০ জন বিসিবিতে কোচ হতে আগ্রহী

প্রতিনিধি: / ১৭০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন বিভাগের কোচিং স্টাফে একাধিক পদ খালি হয়েছে। বিসিবি এ দল, হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট, অনূর্ধ্ব-১৯ দল মিলিয়ে আট থেকে ১০টি পদে কোচ নিয়োগের কাজ করছে বোর্ড। বিসিবির একটি সূত্র জানিয়েছে, এসব পদের জন্য প্রায় ৬০০ আবেদন জমা পড়েছে। তবে এখনো যাচাই-বাছাই শেষ না হওয়ায় ঠিক কতজন স্থানীয় কোচ হতে চেয়ে আগ্রহ দেখিয়েছেন, সেটি নির্দিষ্ট করে জানা যাচ্ছে না। এদিকে গেম ডেভেলপমেন্ট বিভাগের লেগ স্পিন কোচ শহিদ মাহমুদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বিসিবি। নতুন মেয়াদে আরো দুই বছর কাজ চালিয়ে যাবেন এই পাকিস্তানি। সঙ্গে বেতনও বেড়েছে তাঁর। আগের চুক্তিতে পেতেন আড়াই হাজার ডলার, নতুন চুক্তিতে সেটি বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ডলারে। শহিদ মূলত বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের হয়ে বয়সভিত্তিক পর্যায় থেকে লেগ স্পিনার খোঁজার কাজ করবেন। শহিদের চুক্তির মেয়াদ বাড়লেও অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ স্টুয়ার্ট লকে আর রাখবে না বিসিবি। ব্যাটিং পরামর্শক ওয়াসিম জাফরের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি।


এই বিভাগের আরো খবর