সর্বশেষ :
তেল ছাপিয়ে ভেনেজুয়েলার সোনা ও হীরার বিশাল মজুত বিক্ষুব্ধ ইরানে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ ফিলিস্তিনিদের নিজেদের ভূমিতে শান্তিতে বসবাসের অধিকার আছে: পোপ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও তাজিকিস্তান রাশিয়ার ব্যাপক হামলা কিয়েভের মিত্রদের জন্য ‘পরীক্ষা’: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি জোরদারে যুক্তরাষ্ট্রের সহায়তা ঘোষণা আলেপ্পোয় সংঘর্ষের পর সিরিয়ার যুদ্ধবিরতি ঘোষণা ফকিরহাটে গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাগেরহাটে অবসর কল্যান সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত বাগেরহাটে রেড ক্রিসেন্টের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নারী বিশ্বকাপের বাছাইপর্ব সামনে রেখে বিসিবির দল ঘোষণা

প্রতিনিধি: / ২৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে যথারীতি অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন নাহিদা আক্তার। আগামী সোমবার নেপালের কাঠমুন্ডুর উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বে টাইগ্রেসদের বহর। স্কোয়াডে চমক জুরাইরা ফেরদৌস। বাকিদের সবাই নারী ক্রিকেটে চেনা মুখ। আগামী ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। বাছাইপর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০ দল। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, সঙ্গী হিসেবে থাকছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে রয়েছে স্কটল্যান্ড, থাইল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস এবং নেপাল। ২০ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি, ২২ জানুয়ারি বাংলাদেশ খেলবে তৃতীয় ম্যাচ, নামিবিয়ার বিপক্ষে। ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। দুই গ্রুপের সেরা ৩টি করে ৬ দল যাবে দ্বিতীয় রাউন্ডে। সেখান থেকে সেরা চার দল নিশ্চিত করবে বিশ্বকাপের মূল পর্বের টিকিট। ২০২৬ সালের জুন জুলাই মাসে ইংল্যান্ড এবং ওয়েলসে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
বাংলাদেশ স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারী, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুরাইরা ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন।
স্ট্যান্ডবাই-
শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সনিয়া, হাবিবা ইসলাম পিংকি।


এই বিভাগের আরো খবর