সর্বশেষ :
তেল ছাপিয়ে ভেনেজুয়েলার সোনা ও হীরার বিশাল মজুত বিক্ষুব্ধ ইরানে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ ফিলিস্তিনিদের নিজেদের ভূমিতে শান্তিতে বসবাসের অধিকার আছে: পোপ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও তাজিকিস্তান রাশিয়ার ব্যাপক হামলা কিয়েভের মিত্রদের জন্য ‘পরীক্ষা’: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি জোরদারে যুক্তরাষ্ট্রের সহায়তা ঘোষণা আলেপ্পোয় সংঘর্ষের পর সিরিয়ার যুদ্ধবিরতি ঘোষণা ফকিরহাটে গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাগেরহাটে অবসর কল্যান সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত বাগেরহাটে রেড ক্রিসেন্টের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও তাজিকিস্তান

প্রতিনিধি: / ২০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

বিদেশ : তাজিকিস্তান-চীনের শিনজিয়াং সীমান্ত অঞ্চলে গতকাল শুক্রবার ভোরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে গতকাল শুক্রবার সকালে পাকিস্তানজুড়ে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কম্পন পাকিস্তানের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। এর মধ্যে রাজধানী ইসলামাবাদ, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন অংশ, পাশাপাশি প্রতিবেশী চীন ও আফগানিস্তানের এলাকাও রয়েছে। কম্পনের সময় সোয়াত, শাংলা এবং বুনেরসহ আশপাশের বিভিন্ন জেলায় ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাকিস্তানের আবহাওয়া বিভাগ আরো জানায়, স্থানীয় সময় রাত প্রায় ২টার দিকে ১৫৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। অন্যদিকে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) মোমেন্ট ম্যাগনিটিউড স্কেল অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ এবং গভীরতা ১৪০ কিলোমিটার বলে জানিয়েছে। কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জনসাধারণকে আশ্বস্ত করেছেন। সূত্র : গালফ নিউজ

 


এই বিভাগের আরো খবর