সর্বশেষ :
তেল ছাপিয়ে ভেনেজুয়েলার সোনা ও হীরার বিশাল মজুত বিক্ষুব্ধ ইরানে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ ফিলিস্তিনিদের নিজেদের ভূমিতে শান্তিতে বসবাসের অধিকার আছে: পোপ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান ও তাজিকিস্তান রাশিয়ার ব্যাপক হামলা কিয়েভের মিত্রদের জন্য ‘পরীক্ষা’: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি জোরদারে যুক্তরাষ্ট্রের সহায়তা ঘোষণা আলেপ্পোয় সংঘর্ষের পর সিরিয়ার যুদ্ধবিরতি ঘোষণা ফকিরহাটে গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাগেরহাটে অবসর কল্যান সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত বাগেরহাটে রেড ক্রিসেন্টের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিক্ষুব্ধ ইরানে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫

প্রতিনিধি: / ২২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

বিদেশ : ইরানে সরকারবিরোধী তীব্র গণবিক্ষোভ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ (আইএইচআর) এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৮ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সংস্থাটির তথ্যমতে, গত বুধবার ছিল এই আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত দিন, যেখানে এক দিনেই দেশের বিভিন্ন প্রান্তে ১৩ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া সংঘাতের ফলে আহত হয়েছেন শতাধিক মানুষ এবং এখন পর্যন্ত ২ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ইরানের ৩১টি প্রদেশের প্রায় প্রতিটি শহর ও গ্রামে এই বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যা পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছে। ইরানের ভঙ্গুর অর্থনীতি এবং মুদ্রার ব্যাপক মান হারানোই এই নজিরবিহীন গণবিক্ষোভের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বছরের পর বছর ধরে ইরানি রিয়ালের দরপতন এবং অসহনীয় মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হয়ে পড়েছে। এই পরিস্থিতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা প্রথম ধর্মঘটের ডাক দেন, যা দ্রুতই একটি দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীরা এখন কেবল অর্থনৈতিক সংস্কার নয়, বরং ক্ষমতাসীন ইসলামপন্থি সরকারের আমূল পরিবর্তনের দাবি জানাচ্ছেন। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে ইরান সরকার অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। রাজধানীসহ প্রধান শহরগুলোতে ব্যাপক হারে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার পাশাপাশি পুরো দেশে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তথ্যপ্রবাহ রোধ করতে সরকারের এই পদক্ষেপের ফলে জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়লেও বিক্ষোভকারীরা রাজপথ ছাড়তে নারাজ। ইতিমধ্যে বিক্ষোভের তীব্রতা এতটাই বেড়েছে যে, বেশ কিছু এলাকায় সরকারি টেলিভিশন চ্যানেল সংশ্লিষ্ট ভবনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। বিদেশে নির্বাসিত ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের নানা দিকনির্দেশনা দিচ্ছেন, যা আন্দোলনকে আরও রাজনৈতিক মাত্রা প্রদান করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই বিশাল জনরোষ মোকাবিলায় ইরান সরকার বর্তমানে চরম চাপের মুখে রয়েছে। বর্তমান এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতেও নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। আইএইচআর এবং এএফপি-র মতো সংস্থাগুলো নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করছে। সূত্র: এএফপি


এই বিভাগের আরো খবর