বিদেশ : চীনা সাধারণ পাসপোর্টধারী নাগরিকদের জন্য পর্যটন ও ট্রানজিট উদ্দেশ্যে ভিসামুক্ত প্রবেশের অনুমোদন দিয়েছে তুরস্ক। গত বুধবার দেশটির সরকারি গেজেটে প্রকাশিত এক প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের স্বাক্ষরিত নতুন বিধিমালা অনুযায়ী, চীনা নাগরিকরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই তুরস্কে অবস্থান করতে পারবেন। এই নীতি ২ জানুয়ারি থেকে কার্যকর হবে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটন সহযোগিতা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। সমপ্রতি চীন থেকে তুরস্কে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা তুরস্কের দ্রুত বর্ধনশীল পর্যটন বাজারগুলোর একটি হয়ে উঠেছে। তুরস্কের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে চীনা পর্যটকের সংখ্যা আগের বছরের তুলনায় ৬৫ দশমিক ১ শতাংশ বেড়ে প্রায় ৪ লাখ ১০ হাজারে পৌঁছেছে। যোগাযোগ বৃদ্ধি এবং তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানের প্রতি আগ্রহ এই প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সূত্র: সিএমজি