মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তুরস্কে আইএসআইএলবিরোধী অভিযানে তিন পুলিশ কর্মকর্তাসহ নিহত ৯

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে আইএসআইএল (আইএসআইএস) বিরোধী এক অভিযানে ছয় জঙ্গি ও তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় গতকাল গতকাল সোমবার দেওয়া এক বক্তব্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়্যারলিকায়া জানান, রাতভর দেশটির ১৩টি প্রদেশে আইএসআইএলের সম্ভাব্য আস্তানায় একযোগে ১০৮টি অভিযান চালানো হয়। খবর আল জাজিরার। এর মধ্যে একটি অভিযান চালানো হয় স্থানীয় সময় গতকাল সোমবার ভোর ২টায় ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভা প্রদেশের এলমালিক গ্রামের একটি আবাসিক এলাকায়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ওই বাড়িতে অবস্থানরত আইএসআইএল সদস্যদের গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই তিন পুলিশ কর্মকর্তা ও ছয় আইএসআইএল জঙ্গি নিহত হন। এ ঘটনায় আরও আট পুলিশ সদস্য ও একজন নাইট ওয়াচম্যান আহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অভিযানের সময় বাড়িটিতে থাকা পাঁচ নারী ও ছয় শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাশের বুরসা প্রদেশ থেকে বিশেষ বাহিনীর সদস্যদের এনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রাষ্ট্রায়ত্ত সমপ্রচারমাধ্যম টিআরটি হাবার জানায়, অভিযানের পর ওই বাড়ির আশপাশের এলাকা ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষ ও যানবাহনের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি ইয়ালোভা গভর্নর কার্যালয় নিকটবর্তী পাঁচটি স্কুলে ক্লাস স্থগিত ঘোষণা করে। আল জাজিরার ইস্তাম্বুল প্রতিনিধি সিনেম কোসেওগলু জানান, ছুটির মৌসুম ঘিরে তুরস্কজুড়ে আইএসআইএলের গোপন সেলগুলোর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত বৃহস্পতিবার তুরস্কের কর্তৃপক্ষ জানায়, তারা ১২৪টি স্থানে অভিযান চালিয়ে ১১৫ জন সন্দেহভাজন আইএসআইএল সদস্যকে আটক করেছে। এদিকে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও প্রতিবেশী সিরিয়ার মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলে আইএসআইএলের বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলা চালায়। এতে ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। পালমিরা শহরে এক হামলায় দুই মার্কিন সেনা ও এক দোভাষী নিহত হওয়ার এক সপ্তাহ পরই ওই হামলা চালানো হয়। সিরিয়ার সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া তুরস্ক সামপ্রতিক বছরগুলোতে আইএসআইএলের বিরুদ্ধে তৎপরতা বাড়িয়েছে। তুরস্কের কর্তৃপক্ষের দাবি, ২০১৯ সালে ইরাক ও সিরিয়ায় আইএসআইএলের নিয়ন্ত্রিত অঞ্চল ভেঙে পড়ার পর সংগঠনটির কিছু সদস্য তুরস্কে আশ্রয় নেয়। এর আগে গত মার্চ মাসে দুই সপ্তাহব্যাপী অভিযানে ৪৭টি প্রদেশ থেকে প্রায় ৩০০ সন্দেহভাজন আইএসআইএল সদস্যকে আটক করা হয়েছিল। তুরস্কের প্রেসিডেন্সির তথ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে আইএসআইএলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দেশটিতে ১৯ হাজারেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


এই বিভাগের আরো খবর