মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ সকালে ফ্লোরিডার উদ্দেশে যাত্রা করবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। কর্মসূচি অনুযায়ী, নেতানিয়াহু গতকাল সকাল ৭টা ৩০ মিনিটে যাত্রা শুরু করবেন এবং স্থানীয় সময় দুপুর ২টায় ফ্লোরিডায় পৌঁছাবেন। এদিন তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন। এরপর একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে ফ্লোরিডার মার-এ-লাগোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। নেতানিয়াহুর মঙ্গলবারের জন্য এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নির্ধারিত নেই। তবে, বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি নিজ হোটেলে ইভানজেলিক্যাল নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর শুল অব বাল হারবারে যাবেন নেতানিয়াহু। সেখানে আইনপ্রণেতা, ইহুদি ও কমিউনিটি নেতাদের পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে তার। সফর শেষে বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলের উদ্দেশে ফ্লোরিডা ত্যাগ করবেন এবং শুক্রবার বিকেলের আগেই দেশে পৌঁছানোর কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর।


এই বিভাগের আরো খবর