রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গ্রিসের উপকূল থেকে আরও ১৩১ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে ১৩১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। এর ফলে গত পাঁচ দিনে ওই এলাকায় সমুদ্র থেকে উদ্ধার হওয়া মানুষের সংখ্যা দাঁড়াল ৮৪০ জনে। গতকাল শনিবার ১৩১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে বলে গ্রীসের কোস্টগার্ড মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল শনিবার সকালে উদ্ধার হওয়া এসব অভিবাসী একটি মাছ ধরার নৌকায় ছিলেন। নৌকাটি ক্রিটের দক্ষিণে অবস্থিত ছোট দ্বীপ গাভদোসের প্রায় ১৪ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থান করছিল। উদ্ধারকৃতদের সবাইকে গাভদোস দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। লিবিয়া থেকে ক্রিটে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ঝুঁকিপূর্ণ এই সমুদ্রপথে অনেক অভিবাসীর মৃত্যু ঘটে। চলতি মাসের শুরুতে ক্রিট উপকূলে একটি নৌকা ডুবে গেলে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের বেশিরভাগই ছিলেন সুদান ও মিসরের নাগরিক। ওই ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ হন এবং মাত্র দুইজন প্রাণে বেঁচে যান। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে ১৬ হাজার ৭৭০ জনের বেশি মানুষ ক্রিট দ্বীপে পৌঁছেছেন যা গ্রিসের অন্য যেকোনো দ্বীপের তুলনায় বেশি। এদিকে অভিবাসীর চাপ বৃদ্ধি পাওয়ায় গত জুলাইয়ে গ্রিসের রক্ষণশীল সরকার তিন মাসের জন্য আশ্রয় আবেদন প্রক্রিয়া স্থগিত করে। বিশেষ করে লিবিয়া থেকে আগতদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয় যা সরকার একান্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করেছে। সূত্র : এএফপি


এই বিভাগের আরো খবর