রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভিয়েতনামে বাস উল্টে নিহত অন্তত ৭

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : গতকাল শনিবার ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় প্রদেশ ইয়েন বাইতে পাহাড়ি রাস্তায় ১৯ জন যাত্রী বহনকারী একটি বাস উল্টে গেলে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম জানিয়েছে এই খবর। ভিয়েতনাম সংবাদ সংস্থার মতে, ২৯ আসনের একটি দাতব্য সংস্থাকে বহনকারী বাসটি উল্টে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। ফিন হো কমিউনের চেয়ারম্যান হোয়াং আন তুয়ান ভিএনএকে বলেন, ‘স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটি পর্যন্ত উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করেছে, বাকিরা আটকা পড়েছে।’ তুয়ান বলেছেন, বাসের ব্রেক ফেল করার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ, সামরিক ইউনিট, স্থানীয় কর্মকর্তা এবং বাসিন্দাদের উদ্ধার প্রচেষ্টার জন্য একত্রিত করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্ঘটনার কারণ জানতে অনুসন্ধান চলছে। সূত্র : আরব নিউজ।


এই বিভাগের আরো খবর